বর্ষার ছড়া: কদম ফুলের গন্ধে

আবু আফজাল মোহা. সালেহবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2019, 09:04 AM
Updated : 24 June 2019, 09:04 AM

বর্ষা আনে

বর্ষা এল ঝেঁপে

তরুলতা কেঁপে

কেওড়া কেয়ার বনে

উতাল হাওয়ার সনে।

দেয়ার সাথে কলকল

বৃষ্টি রোদে ঝলমল

কদম হেনা ফোটে

মাতাল গন্ধ ছোটে।

বিলে ঝিলের পানফুল

সবুজ রঙের ঘাসফুল

কলাবতীর দৃশ্য

তাকিয়ে রয় বিশ্ব।

বর্ষাকাল

বর্ষাকালের বৃষ্টি

কি অপরূপ সৃষ্টি!

বৃষ্টি ভরে বিল ঝিল

মাছ পাখিতে কিলবিল।

কলাবতী কেয়া

কালোমেঘের দেয়া

কদম ফুলের গন্ধে

বিকেল বেলায় সন্ধ্যে।

হঠাৎ বৃষ্টির রোদে

অনুভূতির বোধে

আশার কথা পালে

স্বাদ লাগে গালে।

ফুটে দারুণ করমচা

নিয়ে আনো গরম চা।

মেঘপরিরা

মেঘপরিরা উড়ে উড়ে

এদিক ওদিক ঘুরে ঘুরে

মাথা করে অধিক ভারি

ঝরিয়ে দেয় বিষ্টি বারি।

পেঁজো মেঘ আর সাদা মেঘে

ঝড়ো বাতাস আর প্রবল বেগে

গোসল করায় পথ ও ঘাটের

উঁচু-নিচু গাছ ও মাঠের।

বর্ষা মেয়ে

বর্ষা মেয়ে নেচে গেয়ে

মধুর বারতা সাথে নিয়ে

এসো ধেয়ে বাংলা বেয়ে

পাপগুলো সব ধুয়ে দিয়ে।

তোমার আশায় গাছগাছালি

পোকামাকড় পাখপাখালি,

নিয়ে সবুজ নতুন ভূমি

বর্ষামেয়ে এসো তুমি।

সীমানা নেই যেথা

মন যেতে চায় অনেক দূরে

পথপ্রান্তরে বাগান ঘুরে,

মন টেনে নেয় শুধু শুধু

যেথা ডাকে দুষ্টু ঘুঘু

শ্যামা-দোয়েল-টিয়ে

পুতুল মণির বিয়ে।

হলুদ ফসল সবুজ গাছে

বউ কথা কও পাখি ডাকে

ছোট্ট নদীর স্বচ্ছধারা

খেলার জন্য ডাকে কারা

মন পড়ে রয় সেথায়

সীমানা নেই যেথায়।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!