ব্যাঙ বাঁচাতে ব্যাঙের রচনা ও ছবি আঁকলো শিশুরা
কিডস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2019 05:39 PM BdST Updated: 09 May 2019 05:39 PM BdST
‘সেভ দ্য ফ্রগ ডে’ উপলক্ষ্যে ব্যাঙ নিয়ে রচনা ও ছবি আঁকলো শিশুরা।
সোমবার ঢাকায় অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্কুলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংস্থা ‘ওয়াইল্ডটিম’ ও ‘নওয়াজেশ নলেজ সেন্টারের’ উদ্যোগে এবং ‘সেভ দ্য ফ্রগ ফাউন্ডেশনের’ সহযোগিতায় এ আয়োজনে স্কুলের ৮০ জন শিশু-শিক্ষার্থী অংশ নিয়েছেন।



পৃথিবীব্যাপী ব্যাঙ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরতে ‘সেভ দ্য ফ্রগ ফাউন্ডেশনের’ মাধ্যমে প্রতি বছরের এপ্রিলের শেষ রোববার এ দিবস পালন করা হয়ে থাকে।
ট্যাগ :
সাম্প্রতিক খবর
সর্বাধিক পঠিত
- তোমার নামের অর্থ কী?
- পিঁপড়া ও ডায়নোসরের গল্প
- জালাল উদ্দিন রুমির ৩০টি অমিয় পংক্তি
- এ পি জে আবদুল কালামের ৩০টি অমিয় বাণী
- চারটি মজার গল্প
- পথশিশুদের নিয়ে অভিনব ‘পথের ইশকুল’
- অংক, সংখ্যা আর গণিতের খেলা
- উড়ুক্কু সাপ ও পিরামিড রহস্য: শেষ কিস্তি
- একটি ভূতের গল্প লেখার পরের ঘটনা
- বঙ্গবন্ধুর বাংলা জন্ম তারিখ কি আমরা জানি!