ব্যাঙ বাঁচাতে ব্যাঙের রচনা ও ছবি আঁকলো শিশুরা

‘সেভ দ্য ফ্রগ ডে’ উপলক্ষ্যে ব্যাঙ নিয়ে রচনা ও ছবি আঁকলো শিশুরা।

কিডস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2019, 11:39 AM
Updated : 9 May 2019, 11:39 AM

সোমবার ঢাকায় অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্কুলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংস্থা ‘ওয়াইল্ডটিম’ ও ‘নওয়াজেশ নলেজ সেন্টারের’ উদ্যোগে এবং ‘সেভ দ্য ফ্রগ ফাউন্ডেশনের’ সহযোগিতায় এ আয়োজনে স্কুলের ৮০ জন শিশু-শিক্ষার্থী অংশ নিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে স্কুলের প্রধান শিক্ষক মালিহা আহসান ব্যাঙ সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পরিবেশ দূষণ রোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।
এরপর স্কুলের শিক্ষক রাইয়ান-ই-জান্নাত ও ব্যাঙ বিষয়ক প্রাণী নিয়ে গবেষণারত আবু সাঈদ রানা তুলে ধরেন ব্যাঙের প্রয়োজনীয়তা, জীবনচক্র ও ব্যাঙ নিয়ে শিশুদের জন্য মজার মজার গল্প। মূলত এ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আনন্দের মাধ্যমে প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সবশেষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ৯ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় এ বছরের ‘সেভ দ্য ফ্রগ ডে’ আয়োজন। 

পৃথিবীব্যাপী ব্যাঙ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরতে ‘সেভ দ্য ফ্রগ ফাউন্ডেশনের’ মাধ্যমে প্রতি বছরের এপ্রিলের শেষ রোববার এ দিবস পালন করা হয়ে থাকে।