তাহসিন তারান্নুম আহিরের কবিতা: ঘুড়ি

তাহসিন তারান্নুম আহিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2019, 11:37 AM
Updated : 7 May 2019, 11:37 AM

আকাশেতে ঘুড়ি উড়ে

দুই, তিন, চারটে

এর মধ্যে তোমার কাছে

কোনটা ভালো লাগে?

এক ঘুড়ির হলদে রং

আর নীল দাগ তার মাঝে

অন্য ঘুড়িটি নীল রঙের

মাঝে লাল রং আছে।

আর যে বাকি দুটি ঘুড়ি

একটা হলুদ আর সবুজ

শেষ ঘুড়িটির রং

হচ্ছে লাল আর হলুদ।

আকাশে এত হলুদ কেন

এটা কি কেউ জানো?

না জানলে তবে এখন

ভালো করে শোন।

হলুদ হচ্ছে নীল আকাশে

দেখতে ভালো লাগে

এক রঙের আকাশটাতে

অন্য এক রং উড়ে।

লেখক পরিচিতি: তাহসিন তারান্নুম আহির, চতুর্থ শ্রেণি, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!