নাফিস ইলহামের গল্প: কৃষক ও জমিদার

একজন কৃষক একটি জমিতে কাজ করতো। সে ফসলের খুব যত্ন নিতো।

নাফিস ইলহামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2019, 03:49 PM
Updated : 12 April 2019, 05:09 AM

কিন্তু জমিদার তাকে খুব কম টাকা দিতো, যা দিয়ে তার সংসার ঠিকমতো চলতো না। একদিন কৃষক জমিদারকে বললো তার বেতন বাড়াতে, তা না হলে সে কাজ ছেড়ে দেবে।

জমিদার তাতে রাজি হলো না। কৃষক কাজ ছেড়ে দিয়ে অন্য আরেকটি জমিতে কাজ নিলো, তাতে তার সংসার ভালো চলতে লাগলো।

কয়েকদিন পর আরেকজন কৃষক এসে জমিদারকে বললো, ‘আমি আপনার জমিতে কাজ করতে চাই।’ জমিদার বললো, ‘আচ্ছা ঠিক আছে।’ জমিদার সেই কৃষককে কাজ দিলো। কিন্তু সেই কৃষক ছিলো কিপ্টে। সে চাষ করতো কম আর অর্ধেক ফসল চুরি করতো। কৃষকটি জমিতে ভালোভাবে কাজও করতো না।

নাফিস ইলহামের আঁকা ছবি

নাফিস ইলহামের আঁকা ছবি

 

একদিন কিপ্টে কৃষক বললো, ‘মহাজন, এই জমিতে ভালো ফসল হয় না। এটা বেচে দেন।’ জমিদার বললো, ‘আচ্ছা ঠিক আছে।’ জমিদারের জমি ছিলো দুটি। এখন বাকি রইলো একটি। সে জমিটিও কিপ্টে কৃষক কিনে নিলো।

এতে করে সেই জমিদার গরিব হয়ে গেলো। তার কাছে আর কিছুই রইলো না। তারপর জমিদার সেই কৃষকের জমিতে কাজ নিলো যাকে সে কাজ থেকে বের করে দিয়েছিলো।

অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়।

নাফিস ইলহাম, তৃতীয় শ্রেণি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ

 
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!