ভেজা মাঠ
তাহসিন তারান্নুম আহির, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Apr 2019 06:18 PM BdST Updated: 09 Apr 2019 06:21 PM BdST
-
তাহসিন তারান্নুম আহিরের আঁকা ছবি
-
তাহসিন তারান্নুম আহিরের আঁকা ছবি
-
তাহসিন তারান্নুম আহির, চতুর্থ শ্রেণি, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ
রোববারে গেমস ক্লাসে
মাঠটা প্রায়ই ভেজা থাকে।
মিস যখন ক্লাসে এসে
বললেন, সবাই চলো মাঠে,
আমি বললাম মনে মনে
ইস! মাঠটা যদি ভেজা থাকে?
আমরা তারপর মাঠে গিয়ে
দেখলাম, এক পাশে তো পুকুর আছে।
এতটা গভীর নয় তবে
হয়ত দুই-তিন ইঞ্চি হবে।
পুকুরে আছে কাদা পানি
একবার পড়লে যেতে হবে বাড়ি।
এসব আমি ভাবতে ভাবতে
বসে পড়লাম সেই জায়গাটাতে।
খেয়াল করে দেখি, মাগো!
আমি বসেছি ওই পুকুরটাতে।
তাড়াতাড়ি উঠে গিয়ে
পড়ে গেলাম ধপাস করে
উহ্ লাগল বটে!
কী আর করার আছে?
ভালো যে আমি তবে
পড়িনি সেই কাদা জলে।

তাহসিন তারান্নুম আহিরের আঁকা ছবি
সঙ্গে সঙ্গে তিনজন দৌড়ে এসে
আমাকে তুললো টেনে।
আমার হাত-পা গেছে ছিলে
তাই নিয়ে গেলো আমায় রিসিপশনে,
পরে মিসের কথায় গেলাম ক্লাসে
তবে, ক’দিন লাগবে এ ব্যথা সারতে?
একটু পরে বেল বাজবে
তার আগেই সবাই ফিরে আসবে।
একটু পরেই এলো সবাই,
আজ যে কী হচ্ছে সেটাই বা কে জানে?
যা ভাবছি, তাই হচ্ছে!
পাঁচ মিনিট বাকি বেল বাজতে
কে আর এতো সহ্য করে?
বেল বাজার সঙ্গে সঙ্গে
সবাই ছুটে গেলো বাইরে,
যেন এক রেস হচ্ছে,
আমি যে এ রেসে হারবো
এটা তো সবাই জানে!

তাহসিন তারান্নুম আহির, চতুর্থ শ্রেণি, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |