বই পড়া খুব ভালো

মঈনুল হক চৌধুরীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2019, 09:03 AM
Updated : 9 Jan 2019, 09:03 AM

শীত বুঝি আসে

শীত এলে উৎসবে

মেতে ওঠে পাড়া,

ঘরে ঘরে হাসি-খুশি

পড়ে যায় সাড়া।

নতুন ধানের পিঠা

খায় বসে চাষি,

রাখালেরা সুরে সুরে

বাজায় যে বাঁশি।

আকাশের ভাঁজে ভাঁজে

উড়ে কতো ঘুড়ি,

গাঁয়ের বধুরা পরে

বেলোয়ারি চুড়ি।

শিশিরের ছোঁয়া লেগে

ঘাসফুল হাসে,

ঋতুর ভেলায় চড়ে

শীত বুঝি আসে।

বই আর আমি

ছোটদের বড়োদের

যতো আছে বই,

বই কিনে বই পড়ে

খুব খুশি হই।

বই পড়া খুব ভালো

জ্ঞানী-গুণী কয়,

মানুষেরা বই পড়ে

আলোকিত হয়।

আমি রোজ বই পড়ি

বই পড়া ভালো,

বইয়ের পাতাতে থাকে

জ্ঞানের আলো।

বই পড়ে আমি তাই

হতে চাই দামি,

বন্ধুর মতো আছি

বই আর আমি।

                                             পাখি আসে যায়

ওই দূর নীল আকাশে

উড়ে কতো পাখি,

ডানা মেলে ভেসে চলে

করে ডাকাডাকি।

সবুজে শ্যামলে ঘেরা

বাংলা আমার,

লাল নীল সবুজের

পাখির খামার।

                                                বিলে ঝিলে নদী হ্রদে

পাখি থাকে ভেসে,

টুপ করে মাছ খায়

ডানা মেলে এসে।

বনে বনে কতো পাখি

সুরে গান গায়,

প্রান্ত ছাড়িয়ে পাখি

রোজ আসে যায়।

পাখি রবে চিরকাল

সবুজ এই দেশে,

প্রকৃতির সাথীটাকে

যাবো ভালোবেসে।

                                               সবুজের হাসি

বাংলার ভাঁজে ভাঁজে

সবুজ আর নীল,

আউলা বাতাসে মন

করে ঝিলমিল।

বাংলার নদ-নদী

মেঘ পেঁজাতুলো

উদাসী এ মনটাকে

করে উলোঝুলো।

বনে বনে কতো রঙ

পাখি আর ফুল,

বাংলা মায়ের সাথে

নেই কোনো তুল।

বাংলার ভাঁজে ভাঁজে

সবুজের হাসি,

প্রিয় এই বাংলাকে

বড়ো ভালোবাসি।

লেখক : সম্পাদক ও শিশুসাহিত্যিক

কিডস পাতায় শিশু-কিশোররা লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!