মুনতাকা জান্নাত পৌষির ছড়া

মুনতাকা জান্নাত পৌষিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2019, 09:37 AM
Updated : 6 Jan 2019, 09:38 AM

                                                  মুক্তিযুদ্ধ

                                         মুক্তিযুদ্ধের দিনগুলো কখনো

ভোলার নয়,

শত কষ্টের পর আমরা পেলাম

খুশির জয়।

পাকিস্তানিরা সবার ওপর করতো

অত্যাচার,

কেউ করতো কান্না

কেউ খেতো মার।

মুক্তিযুদ্ধে আমরা করি

লড়ালড়ি বেশ,

সবার শেষে আমরা পেলাম

স্বাধীন বাংলাদেশ।

গানের মেলা

আমাদের দেশটা হলো ষড়ঋতুর দেশ

গানের তালে মিলিয়ে সুন্দর আছে বেশ।

ফুল গায়, পাখি গায়, পরীরাও গায়

তাদের গান শুনে আমার দিন কেটে যায়।

দিনের শেষে যখন এলো হালকা একটু ঘুম

ঘুম থেকে উঠে দেখি রাতটা নিঝুম।

তখন সেই গানগুলো বড় মনে পড়ে,

চোখ থেকে শুধু তখন সুখের অশ্রু ঝরে।

আমার বন্ধু

বন্ধু আমার কাছের মানুষ

তাকে ভোলার নয়,

তাকে আমি সঙ্গে নিয়ে

বিশ্ব করবো জয়।

জীবনে যত আসে বিপদ

থাকবে আমার কাছে,

এর চেয়ে সুখ কি আর

পৃথিবীতে আছে।

সবাই যখন ছেড়ে যাবে

আমায় পাবে কাছে,

এ দুনিয়ায় জেনে রেখো

বন্ধু তোমার আছে।

মুনতাকা জান্নাত পৌষি

 

লেখক: শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণি, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!