ছেলেবেলার স্মৃতি ও অন্যান্য ছড়া

ইমরান পরশবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2019, 09:20 AM
Updated : 2 Jan 2019, 09:20 AM

এক পতাকা একটি স্বদেশ

মাগো আমি যুদ্ধে যাবো চাইছি তোমার দোয়া

আমার মনে লাগছে মা গো স্বাধীনতার ছোঁয়া।

তোমার কোলে মাথা রেখে মরতে পারি আমি

তোমার প্রতি ভালোবাসা নয় তো মা পাগলামি।

যায় না কেনা কোনো দামে মা গো তোমার ঋণ

মায়ের প্রেমে বাঁধা আছি আমরা চিরদিন।

স্বাধীনতার জন্য খোকা যায় বেরিয়ে তাই

বিজয় নিয়ে আসবে ফিরে লক্ষ্য যে একটাই।

লক্ষ মায়ের লক্ষ খোকা এমনি করেই ছুটে

প্রাণের মায়া তুচ্ছ করে গহীন আঁধার টুটে।

শপথ নিয়ে যায় যে তারা বীরের মতো লড়তে

স্বাধীনতা আনতে হবে সোনার এদেশ গড়তে।

মুক্ত আকাশ মুক্ত বাতাস মুক্ত ফুল ও ফল

স্বপ্নে বিভোর ছিলো দেশের দামাল ছেলের দল।

এক পতাকা একটি স্বদেশ একটি স্বাধীন ভূমি

অনেক ত্যাগের বিনিময়ে বাংলা মাগো তুমি।

ছেলেবেলার স্মৃতি

ছেলেবেলার স্মৃতি আজো

মনের ভেতর ছবি আঁকে,

মনের চেনা আকাশটাতে

লক্ষ তারা স্বপ্ন মাখে।

এখন আমার দিন কাটে না

গভীর বনে আমের ডালে,

বড়শি ফেলে মাছ ধরেছি

বাড়ির পাশে নয়া খালে।

নয়া খালের বাঁশের সাঁকো

হাতছানিতে ডাকতে থাকে,

রথের মেলার ঘটি গরম

আজও যেন মাখতে থাকে।

ঢ্যাকুর-ঢ্যাকুর ঢেকির তালে

কানের ভেতর বাজতে থাকে,

মায়ের হাতে মুড়ির হাড়ি

গুড়ুম-গুড়ুম ভাজতে থাকে।

পড়ার টেবিল শূন্য এখন

হয় না তাতে লেখাপড়া,

চেয়ারটাতে বসে এখন

পাঠ করা হয় দাদুর ছড়া।

মামার বাড়ি যেতে এখন

হয় না চড়া গরুর গাড়ি,

মনের ভেতর আকাশ সমান

স্বপ্ন নিয়ে দেই যে পাড়ি।

দেশকে ভালোবাসি

জন্ম আমার স্বাধীনতার অনেক বছর পরে

ইতিহাসের স্মারক তবু রাখছি বুকে ধরে।

আমি যখন মায়ের কাছে বর্ণমালা শিখি

কৌশলে মা স্বাধীনতার গল্প শোনান ঠিকই।

মায়ের কাছে প্রথম শিখি অ-আ-ক-খ ভাষা

যে ভাষাতে কথা বলে মেটাই মনের আশা।

মায়ের মুখে স্বাধীনতার গল্প যতই শুনি

মনের ভেতর ইচ্ছেগুলো বাজাতো ঝুনঝুনি।

মাকে ফেলে বাবা যখন যুদ্ধে গেলেন চলে

তখন মায়ের আশার আলো জোনাক হয়ে জ্বলে।

বীরদর্পে রুখে দিয়ে পাকবাহিনীর থাবা

দীর্ঘ ন মাস যুদ্ধ করে এলেন ফিরে বাবা।

টকটকে লাল রক্তজবা সবুজ রঙের ক্ষেতে

লক্ষ হাজার দামাল দিলেন সাহসী বুক পেতে।

ভোরের কোমল স্নিগ্ধ আমার বাবার মুখের হাসি

‌‌‌‌‌‌আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

ইলিশ হলো মাছের রাজা

ইলিশ মাছের স্বাদের সাথে নেই তুলনা আর

পদ্মা কিংবা মেঘনা গঙ্গা আহা চমৎকার।

সবখানে তার হয় বিচরণ নেই সীমানা তার

কে করেছে এমন মাছের নামটি আবিষ্কার।

রান্নাও হয় হরেক রকম বাহারি তার নাম

মায়ের হাতের সর্ষে ইলিশ আনন্দে খাইলাম।

দোপেয়াজো কিংবা ভাজা খাই খিচুড়ির সাথে

সুঘ্রাণে তার মন ভরে যায় ঘ্রাণ থেকে যায় হাতে।

এপার ওপার বিশ্বজুড়ে বাঙালিদের প্রাণে

ইলিশ হলো মাছের রাজা সুস্বাদু আর ঘ্রাণে।

রূপালি তার গায়ের বরণ নেই তো রূপের শেষ

ইলিশ মাছেই গর্বিত আজ আমার বাংলাদেশ।

কিডস পাতায় শিশু-কিশোররা লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!