ছুটির দিনের ছড়া

সুমাইয়া বরকতউল্লাহবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2018, 08:47 AM
Updated : 21 Dec 2018, 08:48 AM

বিয়ে বিয়ে খেলা

শিমুল ফুলে শালিক ময়না

পলাশ ফুলে টিয়ে

কৃষ্ণচূড়া সাঝ ধরেছে

টুনটুনিদের বিয়ে।

পলাশ দিলো গোলাপি শাড়ি

শিমুল দিলো লাল

ঝালর বাতি কৃষ্ণচূড়ায়

বিয়ে হবে কাল।

বিয়ের বাজনা উঠলো বেজে

বসন্তদের বাড়ি

দৌড়ে গিয়ে আনলো ফাগুন

লেটেস্ট মডেল গাড়ি।

ভালো আছি

ছাদের তলে বসে আছে

টিকটিকিটা

দৌড়ে গেলো ফাঁকি দিয়ে

চিকচিকাটা।

কান্না করে রান্নাঘরে

তেলাপোকা

মুড়িগুলো ছিটিয়ে দিল

ছোট্ট খোকা।

দিনের বেলা মাছি আসে

ভনভনিয়ে

সন্ধ্যা হলেই মশা আসে

পনপনিয়ে।

আমরা তবু ভালো আছি

সবার মাঝে

ব্যস্ত থাকি ঘরের ভেতর

নানান কাজে।

বিড়ালছানা

আমার প্রিয় বিড়ালছানা

করবে আজি বিয়ে

সঙ্গী হবে ইঁদুরছানা

হাঁস-মুরগি-টিয়ে।

শেয়াল বলে আমি যাবো

সঙ্গী হবে গাধা

পিছল খেয়ে পড়ে গেলো

পথে ছিল কাদা।

হই হই হই চলল সবাই

যাচ্ছে বিয়ে বাড়িতে

সাবাড় করে ফিরে এলো

যা ছিল সব হাঁড়িতে।

ভূতের আকাল

গাঁয়ে এখন ভূতের আকাল

পাই না খুঁজে ভূত

ভূতের খোঁজে ঘুরছে বেদম

মনু মিঞার পুত।

হঠাৎ দেখি একটা ভূতে

করে আসা যাওয়া

ইলিক-ঝিলিক-ভেংচি মেরে

হঠাৎ দেখি হাওয়া।

বলল ভূতে, গাঁয়ের পথে

চলি কেমন করে

ঘাপটি মেরে ওঝা বৈদ্য

বসে আছে ঘরে।

পণ

পণ করেছে বিড়ালছানা

খাবে না আর বসে

মারবে ইঁদুর শিকার করে

ঘর-বাড়ি সব চষে।

তাইতো দেখি বিড়ালছানা

ব্যস্ত এখন ভারি

নানা রূপে ঘুরে বেড়ায়

লাগিয়ে গোঁফ-দাড়ি।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!