শিশু অ্যাকাডেমিতে শুরু হচ্ছে ‘কিডস টাইম মেলা’
কিডস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2018 08:09 AM BdST Updated: 19 Nov 2018 08:09 AM BdST
৪-১০ বছর বয়সী শিশুদের সৃজনশীলতা বাড়াতে কাজ করা প্রতিষ্ঠান ‘কিডস টাইম’ আয়োজন করেছে ‘কিডস টাইম মেলা’।
চলতি মাসের ২৩ ও ২৪ তারিখ ঢাকার শিশু অ্যাকাডেমিতে দুই দিনব্যাপী এ মেলা আয়োজিত হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনার শিশুর লুকিয়ে থাকা সৃজনশীলতা বের করে আনতে বিভিন্ন ধরণের সৃজনশীল কাজের বুথ সাজিয়ে রাখছি মেলায়। সেখানে শিশুরা নিজেদের মতো করে কাজ করবে, আনন্দ করবে এবং একই সঙ্গে নিজেকে নতুন করে আবিষ্কার করতে শিখবে। মেলায় আরও থাকছে শিশুদের জন্য পাপেট শো। অভিভাবকদের জন্যই বিভিন্ন কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার। মেলায় কোন এন্ট্রি ফি নেই। তবে অভিভাবকদের অবশ্যই এই লিঙ্কে রেজিস্ট্রেশন করতে হবে।’
মেলায় বিভিন্ন বুথে মজার সব সৃজনশীল কাজ করার পর প্রতিটি শিশু পাবে কিডস টাইমের একটি সনদ।
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
ট্যাগ :
সাম্প্রতিক খবর