রাখাল ছেলে পাখির ডাকে ঘুমায়

শ্রাবণ মেঘে খেলা

জাফর সাদেক চৌধুরীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2018, 02:41 AM
Updated : 9 Nov 2018, 02:41 AM

শ্রাবণ মেঘে খেলা

নীল আকাশে হঠাৎ করে

মেঘ জমেছে আজ

অঝোর ধারায় ভিজলো ধরা

পড়লো আরো বাজ।

বাজের ভয়ে কোথায় লুকোই

পাইনা কোনো দিশা

হঠাৎ কেন নীল আকাশে

জমলো অমানিশা।

বারি বাজের যৌথ মেলা

নীল আকাশের বুকে

এই মেলাতে পান্থজনা

ঘুরছে মনের সুখে।

শরত বেলায় চলছে এখন

শ্রাবণ মেঘের খেলা

ষড়ঋতুর আলোর দেশে

বৃষ্টি বাদল মেলা।

চাঁদের হাত

চাঁদের হাতে পরিয়ে দিলো

একজোড়া লাল চুড়ি

রক্ত রুপায় মিশিয়ে হলো

অচিনপুরের ঘুড়ি।

সে ঘুড়িটার নাটাই হাতে

বসে রাখাল ছেলে

ইচ্ছে হলে যখন তখন

জ্যোৎস্না ছুঁয়ে খেলে।

মৃত্তিকারই রাখাল রাজা

স্বপনে বসবাস

শীত হেমন্ত সব ঋতুতে

সুখের চাষাবাস।

অচিনপুরে রাখাল ছেলে

পাখির ডাকে ঘুমায়

অবাক করা স্বপন দেখে

শালিক শ্যামা জাগায়।

চাঁদের কি যে হাত-পা থাকে

তবু পরায় চুড়ি

কল্পকথার রাত পোহালে

খুলে কথার ঝুড়ি।

অলঙ্করণ: শিল্পী সোহাগ পারভেজ

 

গ্রীষ্ম বরণ

কৃষ্ণচূড়ার লাল ললাটে

টিপ হয়েছে মোহনচূড়া

রাধাচূড়ার হলদে পাড়ে

নকশা হলো বনের টিয়া।

জারুলবনে অঙ্গ ভরা

গায়ক শ্যামা নীল জড়োয়া

বুলবুলিটার সাতনরী হার

সোনাঝুরির পিতাভ মায়া।

শটিবনে জোনাক খেলায়

বউ কথা কওর পড়লো ছায়া

হিজলতলায় ফুলের মেলায়

অলস কোকিল কৃষ্ণ কায়া।

নানান সাজে গ্রীষ্ম এলো

পাখ-পাখালি পুষ্প লতা

রুদ্র তাপে সূর্য হাসে

সুখের পরশ নবধারা।

ওলোট-পালোট

জল যদি নীল হতো

আকাশটা কালো

কারো কি ক্ষতি হতো,

না হতো ভালো!

বুড়ো চুল আসমানি

ছোট চুল লাল

তাতে কি ভুল হতো,

হতো গোলমাল!

হাতি যদি নদে হতো

নীল তিমি গগনে

বিধাতা কি পেত না,

নৈবদ্য চরণে!

ঘোড়া যদি চড়ে কভু

মানবের পিঠেতে

নিমিষেই সয়ে যাবে

চাবুকের ঘায়েতে!

বর্ষা মায়া

রিমঝিম বর্ষা বারিধারা টলমল

বিলঝিলে পদ্ম উচ্ছল চঞ্চল

লাল দীঘি জলকেলি যৌবন উপচে

দুরন্ত কৈশোর কাঁদা মেখে নাইছে।

ঝিঙ্গে ফুল হলুদাভ প্রসাধনী মাখে

ফিঙ্গেরাজ বাঁকা চোখ বসে গাছ শাখে

শটিগাছ অনাদরে রাঙা হয়ে উঠে

শালুকের মূল থেকে শাপলা ছুটে।

সারিগান নদীজল লালপাল উড়ে

সোনাধান রাঙ্গাঘর তরী ভিড়ে তীরে

বুনোহাঁস দলবেঁধে ধবল কেতন

টোপাপানা শুভ্রতা সবুজ পাতন

হিজলের ফাঁক গলে অচেনা আলোক

কলাভেলা লগি হাতে রাখাল বালক

প্রকৃতি চারদিক অদ্ভুত আলোড়ন

কদম্ব বিচরণ বিচিত্র শিহরণ।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!