ডিম দিয়েছো ভালো কথা, কে ফোটাবে ছানা!

সুমাইয়া বরকতউল্লাহ্বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2018, 08:12 AM
Updated : 3 Nov 2018, 08:20 AM

গাধার ডিম

আজব কথা শুনতে পেলাম

ডিম পেড়েছে গাধা

বলল সবাই পাড়ুকগে ডিম

কে দিয়েছে বাধা!

এই না শুনে চিড়িয়াখানায়

যেই গিয়েছি ছুটে

আজব গাধার মুখে তখন

উঠলো হাসি ফুটে।

ডিম দিয়েছো ভালো কথা

কে ফোটাবে ছানা

হতাশ মুখে বলল গাধা

এটা তো নেই জানা!

গাল ও পাল

খোকন সোনা রাগ করেছে

গাল করেছে পাল

খেলনা পুতুল ভাঙছে নাকি

কেউ দিয়েছে গাল?

একটুখানি বলো সোনা

একটুখানি হেসে

তোমায় বকে একটি মানুষ

থাকবে কেন দেশে?

অমনি খোকা বলল রেগে

ছিঁড়ব খাতা বই,

আমার গায়ে এত্ত জামা

বিড়ালছানার কই?

লেজ

বেড়া ভেঙ্গে একটি ইঁদুর

ঢুকলো এসে পাকঘরে

চুলোর ধারে বিড়ালছানা

বসেছিল তাক করে।

বিড়াল দেখে ইঁদুরছানা

পালায় বেড়া ফাঁক করে

লেজ ধরে লাফায় বিড়াল

বিরাট বড় হা-করে।

নতুন ভাবি

আমার ভাইয়া বর সেজেছে

চড়বে এবার পালকি

নতুন ভাবি আসবে ঘরে

জানিস কবে? কাল কি!

ভাবির কাছে বলবো গিয়ে

কেমন আছো বলো

আমি তোমার ছোট্ট ননদ

ঘোমটাখানি খোলো।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!