চলছে ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা’
কিডস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2018 02:52 PM BdST Updated: 17 Aug 2018 02:52 PM BdST
ট্রাক হলেও এটি আসলে একটি লাইব্রেরি। মানুষের কাছে গিয়ে যেনো বই পৌঁছে দেওয়া যায় তাই এ ব্যবস্থা। ট্রাকের ভেতরে থরে থরে সাজানো আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বই।
১ অগাস্ট শুরু হওয়া ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা’ শিরোনামে চমৎকার এই আয়োজনটি চলবে আগামী ৩০ অগাস্ট পর্যন্ত। ‘শ্রাবণ প্রকাশনী’ ও ‘বই নিউজ’ এর যৌথ আয়োজনে এ মেলা বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের মাঝেও সাড়া ফেলেছে।


ঢাকা ছাড়াও দেশের দশটি জেলায় ঘুরে বেড়াবে এ বইয়ের ট্রাক। ইতোমধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ জায়গা, শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাজীপুর, মানিকগঞ্জ ও টুঙ্গিপাড়া ঘুরে এসেছে। যাবে টাঙ্গাইল, কুমিল্লা ও মুন্সীগঞ্জ।
ট্যাগ :
সাম্প্রতিক খবর
সর্বাধিক পঠিত
- তোমার নামের অর্থ কী?
- পিঁপড়া ও ডায়নোসরের গল্প
- জালাল উদ্দিন রুমির ৩০টি অমিয় পংক্তি
- এ পি জে আবদুল কালামের ৩০টি অমিয় বাণী
- চারটি মজার গল্প
- পথশিশুদের নিয়ে অভিনব ‘পথের ইশকুল’
- অংক, সংখ্যা আর গণিতের খেলা
- উড়ুক্কু সাপ ও পিরামিড রহস্য: শেষ কিস্তি
- একটি ভূতের গল্প লেখার পরের ঘটনা
- বঙ্গবন্ধুর বাংলা জন্ম তারিখ কি আমরা জানি!