এই হাত মুজিবের

>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 11:24 AM
Updated : 13 August 2018, 01:08 PM

এমন একটা সোনার ছেলে

খালেদ হোসাইন

বল তো ও মা, কোথায় পেলে

এমন একটা সোনার ছেলে?

দুচোখ-ভরা স্বপ্ন শুধু

পরান-ভরা আশা

দেশ-জনতার জন্য অপার

অগাধ ভালোবাসা!

এমন ছেলে কোথায় পেলে

সত্যি করে বল!

জনতাকে সঙ্গে নিয়ে

যে ভাঙে শৃঙ্খল!

এ শৃঙ্খল ভীষণ ভারী

পরাধীনতার।

এ ছেলেটার সাহস অনেক

বুদ্ধি ক্ষুরধার

নানা রকম আন্দোলনে

ঝাঁপিয়ে পড়ে রণাঙ্গণে।

জেলের ভেতর পোরে তাকে

শত্রুরা বারবার

আমরা ভাঙি জেলে তালা

অদ্ভুত এ কারবার!

এ ছেলেটার ডাকে সাড়া

দিয়ে সবাই শত্রু তাড়া।

বুকের রক্ত দিয়ে এ দেশ

স্বাধীন করেছি

এই ছেলেটার স্বপ্ন সবাই

বুকে ধরেছি।

বল তো ও মা, কোথায় পেলে

এমন একটা সোনার ছেলে?

এই হাত

কাজী বর্ণাঢ্য

এই হাত ভীরু নয়

এই হাত বলবান,

মিছিলের এই হাত

এই হাত ফলবান।

এই হাতে মা'র মুখ আঁকা হয়

এই হাতে প্রতিবাদ ডাকা হয়।

এই হাত অন্যায়

অবিচার ঠেকাবার,

অধিকার আদায় ও

সংস্কৃতি শেখাবার।

এই হাতে কবিতা ও ছড়া হয়

এই হাতে সভ্যতা গড়া হয়।

এই হাত নয় কোনো

অসভ্য কু জীবের,

মানবিক এই হাত

এই হাত মুজিবের।

বঙ্গবন্ধু কোথায় তুমি?

মাসুম আওয়াল

চোখ ভিজে যায় মনটা হারার

বুকের ভেতর শোক

চলতে চলতে তোমার সাথে

হঠাৎ দেখা হোক!

পল্টনে যাই শাহবাগে যাই

কোথাও তোমার দেখাতো নাই

আছো কোথায়? আছো কোথায়?

শোকের খাতায়, বইয়ের পাতায়?

গল্প ছড়ায় তোমার কথা

এসেছে বার বার,

তোমার কথা বইতে পড়ে

মন ভরে না আর।

এই দেখে যাও বুকের ভেতর

বাজছে কেমন সুর

বঙ্গবন্ধু কোথায় তুমি?

অনেক অনেক দূর!

ভর দুপুরে আদুরে এক

কণ্ঠ ভেসে আসে

‘এই বোকা শোন, যে প্রিয় এই

দেশকে ভালোবাসে।

দেশের জন্য যে লড়ে যায়

দেশকে আগলে রাখে

মায়ের খোকা শেখ মুজিবর

তার ভেতরেই থাকে।’

অলঙ্করণ: শিল্পী সোহাগ পারভেজ

 

শোকের ভেতর পোকার মতো

পলিয়ার ওয়াহিদ

সেই ছেলেটির স্বপ্ন ছিল

স্বপ্নে বাধা পণ

সেই ছেলেটির সাহস ছিল

বাঘের মতো মন

পিতামাতার যোগ্য খোকা

দেশ সেরা সন্তান

সবার কাছে প্রেমিক তিনি

বাঁধতো সবার প্রাণ।

তাকে নিয়ে কতো ছড়া

গান কবিতা লেখা

আমি তাকে স্যালুট করি

সাহস থেকে শেখা

প্রতিবাদের সবক নিতে

তার ছিল না জুড়ি

বাংলাদেশ ফুলের উপর

তিনি একটি কুঁড়ি।

জেলে বসেই কাটিয়ে দিলেন

আস্ত আধেক জীবন

রক্তমাখা জামার ভেতর

কাঁদছে জাতির মরণ!

শোকের ভেতর পোকার মতো

গুটি গুটি বসে

দেশপ্রেমের সবক নেবো

মুজিব খোকা চষে।

মুজিবের জন্য ছড়া

সুমন মাহমুদ

রোজ রোজ

খোঁজ করি,

পাল তোলা

রাঙা তরি

হাল ধরে

বসে আছে

একজন মাল্লা,

তার কাছে

আছে জমা

বিজয়ের পাল্লা।

মাঝিটার

হাতিয়ার

জনতার প্রেম,

তিনি সেই

জনতার

সাহসের ফ্রেম।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!