বুকের ভেতর শোকের পাখি

ইমরান পরশবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2018, 01:04 PM
Updated : 11 August 2018, 01:04 PM

ছোট্ট রাসেল

ছোট্ট রাসেল হাসু বুবুর

ছিলো চোখের মণি

ভালোবাসার শব্দগুলো

করতো প্রতিধ্বনি।

সেই রাসেলের জন্য আজও

কাঁদে সবার প্রাণ

বুকের ভেতর শোকের পাখি

নিত্য করে গান।

নামল এসে হায়না

রাত ঘুমঘুম চোখের পাতায়

নামল ঘুমের পাখি

ক্লান্ত চোখে রাতের শিশির

থামল ডাকাডাকি।

গভীর রাতে ধানমণ্ডি

নামল এসে হায়না

রাসেল সোনার মুখের হাসি

হায়নাগুলো চায় না।

হিপ হিপ হুর রে

হিপ হিপ হুর রে হিপ হিপ হুর

মামাদের বাগানে আম ভরপুর

ট্রেনে চড়ে যাচ্ছি

বুট ভাজা খাচ্ছি

সাথে আরো লাচ্ছি

ভারি মজা পাচ্ছি

ঢাকা থেকে উত্তরে সেই রংপুর

হিপ হিপ হুর রে হিপ হিপ হুর।

গাছপালা দৌড়ে

শাড়ি আটপৌরে-

কৃষাণের বৌ রে

ঘরে তোলে মৌ রে

দৃশ্যটা দেখতে চলো মধুপুর

হিপ হিপ হুর রে হিপ হিপ হুর।

সর্পিল ঢঙ্গে

ট্রেন চলে বঙ্গে

ছোট মামা সঙ্গে

উঠে গেছি টঙ্গে

মনে তাই বেজে ওঠে আনন্দ সুর

হিপ হিপ হুর রে হিপ হিপ হুর।

কিডস পাতায় শিশু-কিশোররা লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!