কাজী বর্ণাঢ্য'র তিনটি ছড়া

কাজী বর্ণাঢ্যবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2018, 08:50 AM
Updated : 8 August 2018, 09:10 AM

আঁকিয়ে

আকঁছে ছবি আঁকিয়ে

দেখছে সবাই তাঁকিয়ে

গভীর ধ্যানে রেখা টেনে

আঁকছে নদীর তীর

আকাশ ভরা মেঘের ছড়া

আঁকছে পাখির নীড়।

আঁকছে পাহাড় ঝরনা ধারা

দূরের তেপান্তর

পথের বাঁকে গাছের ফাঁকে

আঁকছে কুঁড়ের ঘর

শিশুবেলার ঘুড়িখেলা

ঘাসে ঘাসে ফুল

আঁকিয়ের এ আঁকা দেখে

আজব হুলুস্থুল।

আঁকছে ছবি আঁকিয়ে

তুলিতে রঙ মাখিয়ে।

বাংলাদেশ

ক্ষেত খামারে উড়ে ঘুরে

প্রিয় মুখটি আঁকি

গাছে গাছে আমি কাঁঠাল

আমিই দোয়েল পাখি।

পদ্মা নদীর ইলিশ আমি

আমিই শাপলা ফুল

আমিই লালন রবীন্দ্রনাথ

বিদ্রোহী নজরুল।

স্বাধীনতার সূর্যশিশু

বেশতো আছি বেশ

সজিব সবুজ পাতার মাঝে

আমিই বাংলাদেশ।

ছবি

রেখায় রেখায় ছবি আঁকা

ছবি মানে সবই আঁকা

বিন্দু থেকে ক্রমে ক্রমে টেনে একটি রেখা

কয়েক রেখার মিলন মেলায় একটি ছবি শেখা।

আঁকতে পারো ঘরের ছবি ঘরের পাশে ঘর

পিছনে গাছ জংলা এঁকে সামনে নদী চর।

নদীর জলে পালতোলা নাও চরে নৌকা বাঁধা

নীল আকাশে বকের সারি উড়ছে সাদা সাদা।

রেখায় রেখায় কল্পনা

ছবিতো আর অল্প না

কত্তো ছবি চোখের সামনে মুহূর্তে যায় দেখা

নির্মোহ প্রেম আঁকতে পারো সবকিছু যায় শেখা।

ঝর্ণাধারা উঁচু পাহাড় আরো কত্তো ছবি

উদাস মনে কলম হাতে লিখছে বসে কবি।

জেলে নৌকা ভাসিয়ে দিয়ে ধরছে নানান মাছ

ফুলে ফলে মেতে উঠা চিরসবুজ গাছ।

লাল সবুজের বাংলাদেশে

ছবি আঁকো বীরের বেশে

শাপলা তোলা ফুল কিশোরী কলসি কাঁখে নারী

রাখাল বাজায় বাঁশের বাঁশি কুমার বানায় হাড়ি।

কৃষক শ্রমিক ছাত্র যুবক যুদ্ধে দিলো প্রাণ

একতারাটি সুর ছড়ালো ফুল ছড়ালো ঘ্রাণ।

কত্তো রকম দৃশ্য আছে সোনার এ বাংলায়

মনের মতো রঙ মেখে সব ছবি আঁকা যায়।

অলঙ্করণ: শিল্পী সোহাগ পারভেজ

কিডস পাতায় শিশু-কিশোররা লিখতে পারো। অবশ্যই নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!