মরিচ খাওয়া প্রতিযোগিতা

বই: নমভুন্দলা অ্যান্ড দ্য চিলি ইটিঙ কনটেস্ট, লেখক: ফরচুন তাজভিভিঙ্গা, অলঙ্করণ: আদ্রিয়ান ফলি নটস্রন, ডিজাইন: নাতালি ওয়াকার, সম্পাদনা: কারেন হার্ট, প্রকাশনী: বুক ড্যাশ, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা, প্রথম প্রকাশ: ২০১৭

মাজহার সরকারমাজহার সরকার
Published : 3 July 2018, 12:22 PM
Updated : 3 July 2018, 01:01 PM
 

একদেশে ছিলো এক খরগোশ, তার নাম নমভুন্দলা। আর ছিলো এক বানর, তার নাম সকো। নমভুন্দলা আর সকো খুব ভালো বন্ধু।

একদিন নমভুন্দলা আর সকোর দেখা হলো রাস্তায়। সকোকে পেয়ে নমভুন্দলা খুশি হয়ে বললো, ‘ওই সকো! শুনেছিস, মরিচ খাওয়া প্রতিযোগিতা হতে যাচ্ছে শহরে। চল দেরি না করে সেখানে অংশ নিই।’

 

সকো একটু চিন্তিত হয়ে বললো, ‘নমভুন্দলা, তুই যদি প্রতিযোগিতায় জিতিস তাহলে তুই কাকে হাম্বা হাম্বা ফানফেয়ারে সঙ্গে করে নিয়ে যাবি?’

 

‘এটা নিয়ে ভাবার কী আছে’, বললো নমভুন্দলা- ‘আমি আমার সেরা বন্ধুকেই সঙ্গে নিয়ে যাবো।’

‘হুমম, আমি ভাবছি নমভুন্দলার সেরা বন্ধুটা কে?’

‘তুই কী ভাবছিস, নমভুন্দলার সেরা বন্ধুটা কে হতে পারে?’

 

কথা বলতে বলতে তারা এগুতে থাকলো মরিচ খাওয়া প্রতিযোগিতার দিকে। সবাই আগেই পৌঁছে গেছে। নমভুন্দলা ও সকো পৌঁছলো সবার শেষে।

 

সেখানে তারা দেখলো, একটা নোটিশ বোর্ডে প্রতিযোগিতার নিয়মাবলী লেখা রয়েছে-

১) মরিচ খেয়ে কেমন ঝাল লেগেছে তা কাউকে বলা যাবে না।

২) অবশ্যই সবগুলো মরিচ খেয়ে শেষ করতে হবে।

নিয়মাবলী পড়ে নমভুন্দলা বললো, ‘ওরে সকো! তুই আগে যা।’

 

সকো বললো, ‘আমি সত্যি ভয় পাচ্ছিরে নমভুন্দলা!’

নমভুন্দলা বললো, ‘আমার কিন্তু একটুও ভয় করছে না।’

‘সত্যি করে বল তো, ঠিক কতোগুলো মরিচ তুই খেতে পারবি?’

 

ওহহহ

ইশশশ

এএএএ

ওরে বাবা, গেলাম মরে!

বাপরে বাপ, রাস্তা মাপ

ঝাআআআল!

 

এখন আমাদের মাঝে মরিচ খেয়ে দেখাবে নমভুন্দলা। আশা করা যাচ্ছে সে নতুন কিছু করে দেখাবে।

 

এই আছিস কেউ! নমভুন্দলাকে তার গানটা মনে করিয়ে দে তো!

এর মধ্যে নমভুন্দলা গান গাইতে শুরু করে দিলো-

‘তুমি বলেছিলে এটা গরম

খেয়ে দেখি আসলে নরম!’

নমভুন্দলার গান শুনে বিচারকরা স্তব্ধ হয়ে গেলো। জিজ্ঞেস করলো, ‘এইরে এই নমভুন্দলা এসব তুই কী গাইছিস!’

কিন্তু নমভন্দুলার কোনো রা নেই। সে একটার পর পর একটা মরিচ খেয়েই যাচ্ছে আর গান গাইছে-

‘তুমি বলেছিলে এটা গরম

খেয়ে দেখি আসলে নরম।’

 

হুরররররে! নমভুন্দলা প্রতিযোগিতায় জিতে গেলো!

‘তুই-ই আমার সেরা বন্ধু সকো! এই নে হাম্বা হাম্বা ফানফেয়ারের টিকেট!’

 

হুইইইইইই!