ঈদ-আনন্দ সবাই পাক
খালেদ হোসাইন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2018 03:37 PM BdST Updated: 11 Jun 2018 03:37 PM BdST
-
অলঙ্করণ: শিল্পী সোহাগ পারভেজ
ঈদ মানে তো শপিং মল
নানা রঙে কি উজ্জ্বল!
আর কত যে উপকরণ
আর কত যে তাদের ধরন!
কারো চক্ষু ছানাবড়া
কারো চক্ষু কি উচ্ছল!
জামা কেনে লক্ষ টাকায়
জুতো কয়েক হাজারে
এই না হলে প্রাণ ভরে না
গেলে ঈদের বাজারে!
মধ্যবিত্ত মার্কেটে যায়
নিম্নবিত্ত ফুটপাথে
পুলিশ তাদের তাড়া করে
হাতে লাঠি বুট পা’তে।
বিত্তহীনরা খুঁজতে থাকে
বড়লোকের বাড়ি
সেইখানেই মিলতে পারে
লুঙ্গি কিংবা শাড়ি।
মধ্যরাতে লাইনে দাঁড়ায়
ভোরে জনসমুদ্র
হৈ হল্লা মারামারি
আহা, মানুষ কি ক্ষুদ্র!
লোকের ভিড়ে দেয়াল ভাঙে
মানুষ পড়ে চাপা
সংখ্যা কত আশঙ্কা হয়
তাতে লুকোছাপা।
ঈদের দিনে কত ঘরে
গোশ পোলাওয়ের ঘ্রাণ
কিন্তু কোনো কোনো ঘরে
আনন্দ নিষ্প্রাণ।
এ দৃশ্য বদলে যাক
ঈদ-আনন্দ সবাই পাক!
ট্যাগ :
সাম্প্রতিক খবর
সর্বাধিক পঠিত
- গল্প শোন বাঘের
- এ পি জে আবদুল কালামের ৩০টি অমিয় বাণী
- শিশুর হঠাৎ জ্বর, ওমিক্রন হলেও দুশ্চিন্তা নেই
- টিকটিকির টিক্ টিক্
- জালাল উদ্দিন রুমির ৩০টি অমিয় পংক্তি
- একটি ভূতের গল্প লেখার পরের ঘটনা
- মানুষের মাংস পিঁপড়ার পছন্দ
- শিশুর দেরিতে কথা বলা, কারণ ও করণীয়
- শিশু খেতে চায় না, সত্যিই কি এটা কোন রোগ
- জয়নুলের ‘দুর্ভিক্ষের চিত্রমালা’