মোরগছানা

>> কর্নেই চুকোভস্কিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2018, 12:23 PM
Updated : 5 June 2018, 12:23 PM

মোরগছানা, লেখক: কর্নেই চুকোভস্কি, ছবি এঁকেছেন: এ. চারুশিন, বিদেশি ভাষায় সাহিত্য প্রকাশালয় মস্কো, অনুবাদ: রেখা চট্টোপাধ্যায়

ছিল এক মোরগছানা। সেটা ছিল ভারি ছোট্ট। এই এতোটুকু।

সে কিন্তু নিজেকে ভাবতো মস্ত বড় বলে, আর উঁচিয়ে থাকতো তার মাথাটা। এই ভাবে।

আর তার ছিল এক মা। মা তাকে বেজায় ভালোবাসতো। তার মা ছিল এই ধরণের।

তাকে খাওয়াতো কেঁচো। আর কেঁচোগুলো দেখতে এই রকম।

একদিন কালো একটা বেড়াল তার মাকে তাড়া করে উঠোন থেকে তাড়ালো। কালো বেড়ালটাকে দেখতে ছিল এই রকম।

বেড়ালটার পাশে মোরগছানাটা একলা হয়ে পড়লো। হঠাৎ সে দেখলো সুন্দর বড় একটা মোরগকে বেড়ার ওপর উড়ে বসতে।

মোরগছানাটার ভারি ভালো লাগলো। সেও গলা বাড়ালো। এই ভাবে।

আর প্রাণপণে চিঁ-চিঁ করে উঠলো- ‘চিঁ-চিঁ-চিঁ-চিঁ! আমিও সাহসী! আমিও চালাক!’ কিন্তু সে পা পিছলে ঝপাং করে ডোবায় পড়লো। এই ভাবে।

ডোবায় ছিল একটা ব্যাঙ। মোরগছাটানাকে দেখে হাসতে লাগলো: ‘হ্যা-হ্যা-হ্যা! ‘হ্যা-হ্যা-হ্যা! ভেবিছিলি তুই বুঝি মোরগটার সমান!’ ব্যাঙটা দেখতে ছিলো এই রকম।

ঠিক সেই সময় মুরগি-মা ছানাটার কাছে ছুটে এলো। তাকে সে আদর করতে লাগলো। এই ভাবে।