বিদ্রোহী কবিকে নিয়ে লুৎফর রহমান রিটনের ছড়া

লুৎফর রহমানরিটনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2018, 01:39 PM
Updated : 26 May 2018, 10:45 AM

কাজী নজরুল ইসলাম

[পাঠকের জন্য একটা কুইজ: এই ছড়াটায় নজরুলের কয়টা বইয়ের নাম উল্লেখ আছে? ]
 

‘ভাঙ্গার গান’-এ ‘ব্যথার দান’-এ ‘বিষের বাঁশী’

প্রজ্জ্বলিত ‘ধূমকেতু’ কী অবিনাশী!

‘সর্বহারা’ ‘সাম্যবাদী’ ‘মৃত্যুক্ষুধা’

প্রতিবাদে প্রতিরোধের জীবনসুধা।

‘ছায়ানট’-এ ‘ফণিমনসা’-র ‘কুহেলিকা’

‘পূবের হাওয়া’-য় ‘অগ্নিবীণা’-র ‘প্রলয়শিখা’।

‘যুগবাণী’-র প্রবহমান ‘চক্রবাক’-এ

‘বাঁধনহারা’-র স্বপ্নগুলো জড়িয়ে থাকে।

‘জুলফিকার’-এর ‘বনগীতি’-র সুরে সুরে

কুহরিল কোয়েলিয়া ‘সুর মুকুর’-এ।

‘মরুভাস্কর’ ‘গুল বাগিচা’-য় পিদিম জ্বালায়

‘শেষ সওগাত’ ‘মধুমালা’-র ‘শিউলি মালা’-য়।

প্রেমে দ্রোহে ভালোবাসার অনুরাগে

ক্রান্তিকালে ‘সাতভাই চম্পা’-রা জাগে...

সকাল বেলার ‘দোলন-চাঁপা’ স্বপ্ন বোনে

খুকি এবং কাঠবেড়ালির গল্প শোনে।

‘নতুন চাঁদ’-এর ‘ঝিলিমিলি’ ‘সঞ্চিতা’-তে

সৃষ্টি সুখের উল্লাসে মন রাঙায় প্রাতে।

‘রাঙ্গা জবা’-র ‘স্বরলিপি’ ‘সন্ধ্যা’ ‘ঝড়’-এ

কার নিকুঞ্জে রাত কাটায়ে ফিরল ঘরে...