প্রাণের প্রিয় কবি

দেবাশীষ দেববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2018, 11:42 AM
Updated : 25 May 2018, 11:46 AM

স্বদেশ সেবার ঝাণ্ডা হাতে

যেই ছেলেটার মন

উড়াল দিল যুদ্ধ শেখার

বাঙালি পল্টন।

সেই ছেলেটার হৃদয়ভরা

বিদ্রোহ নির্ভয়

যুদ্ধে গেল ভর করে তার

সাহসে দুর্জয়।

শত্রুরা বিষবাষ্প ছড়ায়

যেন-বা কালকেতু

সেই ছেলেটি লিখল তখন

বিদ্রোহী ধূমকেতু।

আগুন জ্বালায় তার লেখা সব

বীর বাঙালির মনে

শব্দগুলো বারুদ হয়ে

জ্বলছে জনে জনে।

হুলিয়া হয় ধুমকেতুরূপ

বিদ্রোহী সেই ছেলের

অগ্নিবীণার কবির পায়ে

শিকল জড়ায় জেলের।

বিশাল হৃদয় সমুদ্রে তার

যায় না পাওয়া কূল

আকাশ সমান হয়ে ওঠেন

বিদ্রোহ নজরুল।