মা তোমাকে একশভাগ ভালোবাসি

জোবায়ের মিলনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2018, 11:45 AM
Updated : 11 May 2018, 11:47 AM

একশভাগই ভালোবাসি

মা, বলছো তোমায় কতটুকু

ভালোবাসি?

নহে নব্বুই নহে আশি

মা তোমাকে একশভাগই

ভালোবাসি।

দিন বা দিবস নয়কো বড়

নয়কো ঘটা করা

প্রতি ক্ষণে প্রতি পলে

ভুবন ডাঙ্গার জল-স্থলে

তুমি অমল ধরা।

মা, বুকের বায়ু আসতে যেতে

তোমায় কেবল ডাকি,

যখন ইচ্ছা যখন খুশি

মনের ভিতর রাখা পাতায়

তোমার মুখটা আঁকি।

নহে নব্বুই নহে আশি

মা, মা তোমাকে একশভাগই

ভালোবাসি।

মায়ের মুখ

কেমন ছিল মুখটি মায়ের হয়নি দেখা তা

আমায় রেখে মা হয়েছেন দূর আকাশের তারা।

ডাক শুনিনি মায়ের মুখে আয়রে খোকা আয়

দেয়াল জুড়ে মায়ের ছবি গান শুনিয়ে যায়।

সবাই যখন আঁকছে খাতায় পড়ছে মায়ের কোলে

আমি আঁকি তারার ছবি কান্না রঙের বোলে।

তারার সাথে রোজ কথা হয়- কেমন আছো মা?

আকাশ থেকে শব্দ আসে- ভালো থেকো খোকা।

মা

মা, একটি শব্দ একটি ডাক

পাথর থেকে জল ঝরায়

পৃথিবীটা পর হলেও

মা, আগলে রাখেন আঁচল ছায়।

মায়ের মতন রক্ষা কবজ

ছায়ার আকাশ আর কোথায়

মা, মরা ক্ষেতে সফল ফলান

আদর, সোহাগ, মমতায়।

মা, তাপের গায়ে বৃষ্টি ফোঁটা

প্রশান্তির এক নদীর নাম

মা, দিনের শেষে নীড়ে ফিরে

অমল ঘুমের

সুখের খাম।