ছবিতে ছবিতে গল্প: পর্ব ১

প্রকাশক: প্রগতি প্রকাশন, মস্কো। ছবি: ন. রাদ্লভ, কথা: দ. হামর্স, ন. গের্নেত, ন. দিলাকতরস্কায়া, অনুবাদ: ননী ভৌমিক

>>নিকলাই রাদ্লভবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2018, 11:16 AM
Updated : 6 May 2018, 11:35 AM
 

স্বাগতম

 

সাঁকোতে রামছাগল দুটো, শিং বাঁকিয়ে ঠকাং!

ঠ্যাং তুলে রাম ছাগল দুটো, জলে পড়ল ঝপাং!

 

হায়রে, হায়রে, হায়

ছানারা গেল কোথায়?

এরা তো আমার নয়!

 

প্রাণের বন্ধু ভাই, কাজ করে দিই তাই

 

খুড়িমা চল না নৌকা পাড়ি

দুই মিনিটের ফূর্তি ভারি

তিন মিনিটেই হা ভগবান!

গেল গেল খরগোশের প্রাণ!

 

ওপার যেতে দূর কী!

আধ মিনিটে দেখছই না

ছানার পিঠে ছা-না

ছানার পিঠে ছা-না

ছানার পিঠে ছা-না

আর হাঁসের পিঠে মুরগি!

 

যতো করো বাছাধন, যতো ফ্যালো ছিপ,

মাছ ধরা পড়বে না, জেনে রেখো ঠিক!

 

আমরা দুটি ভাই, এদিক ওদিক যাই

পোকামাকড় যাই দেখি তাই করি খাই খাই।

বেড়ার ধারে এই পেয়েছি পোকা কালো মতো

ঠোকর দিয়ে ফোকর থেকে টানাটানি কতো।

ছানা বলে, ও ভাই পোনা, দুজনে টান দি’

হেইয়ো হো, হেইয়ো হো – এইরে মরেছি!

ও বাবারে, কী ভয়ানক, হায়রে বিষম ভুল,

আমার কানে ভোঁ ভোঁ, ভাইয়ের চোখে সর্ষে ফুল!

 

টুই-টুই-টোই

টি-টু-টো-

পাখি গাইছে বসে,

তাল ঠুকে ওই

বেড়াল দুটো

নাক ভাঙল শেষে।

 

এটা আমার!

খবর্দার!

সখ তো ভারি!

হ্যাঁ, আমারি!

মিছিমিছি মারামারি!

 

মজার খেলা, মজার খেলা, বুড়ি হয়েছে গণ্ডার,

চালাক বাঁদর কায়দা করে টিপ মেরেছে নাক তার,

কে জেতে তাই দেখতে হবে, ঠিক করে শুনছিস কে?

কটা লাগল নাকের ডগায়, কটা গিয়েছে ফসকে!

 

গাজর এনেছি, কোথা গেলি আয়,

ছোটো ছোটো দাঁতে খাবি কুট কুট।

একটু দাঁড়াও, কোন ভয় নাই,

টুকটুকে লাল আছে প্যারাশুট।

 

স্প্রিং এর চেয়ারটিতে

করেছে ভুলো শয়ন,

এমন সময় এ কী!

মাছি কেন ভন্ ভন্?

মাছি তাক করে ভুলো

হানে জোর দংশন,

তবুও সেয়ানা মাছি

করে সেই ভন্ ভন্!

অবশেষে ভন্ ভন্

হল বটে সমাপন,

শুধু- গদি ছেঁড়া স্প্রিং পলকে

শূন্যের পাঠাল ভুলোকে!

 

পুঁটলিটা নিয়ে সজারু চলেছে বাড়ি,

যেতে যেতে তার ক্লান্তি লাগল ভারি।

ব্যাঙের ছাতার ওপরে পুঁটলি রাখে,

ঘুমোয় সজারু, আরামেতে নাক ডাকে।

সকালে উঠেই চোখ তার ছানাবড়া,

কী ছিল, কী হল, কিছুই যায় না ধরা।

 

আগেই এতো জানা ছিল, হড়কে যাবো পড়ে।

 

তোফা হবে কাটলেট!

খাওয়া যাবে ভরপেট!

কাটলেট দুজনা

কোলাকুলি করে না,

সে কী ছুট! ঝুপ ঝুপ!

একেবারে জলে ডুব।

চলবে...