খেলার নাম ‘দড়ি টানাটানি’
কিডস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Apr 2018 07:26 PM BdST Updated: 13 Apr 2018 07:26 PM BdST
-
গ্রামের উৎসবে চলছে দড়ি টানাটানি খেলা, ছবি: ফেইসবুক
-
শিক্ষার্থীদের বনভোজনে চলছে দড়ি টানাটানি খেলা, ছবি: ফেইসবুক
গ্রামবাংলার ঐতিহ্যবাহী একটি খেলা দড়ি টানাটানি। অনেকে বলে কাছি টানাটানি খেলা। পৃথিবীর অনেক দেশেই এ খেলা প্রচলিত। ইংরেজিতে একে বলে টাগ অব ওয়ার, টাগ ওয়ার, রোপ ওয়ার বা আফ্রিকান্স।
নৌকাবাইচ, ডাংগুলি, কুস্তি, পাঁচগুটি, বাঘবন্দী, গোল্ললাছুট, হা-ডু-ডু খেলা, কানামাছির মতোই প্রাচীন খেলা দড়ি টানাটানি। এ খেলাটি মূলত শক্তি পরীক্ষার খেলা। পেশিশক্তির পাশাপাশি প্রচণ্ড বল প্রয়োগেরও প্রয়োজন হয় এ খেলায়।
এ খেলার উৎপত্তি ঠিক কোন দেশে তা জানা যায় না। তবে প্রাচীন মিশর, চীন ও গ্রিসেও এ খেলার প্রচলন ছিলো। ভারতের রাজস্থানে বার্ষিক ‘পুস্কার মেলায়’ মহিলারা এ খেলায় অংশ নেন।

শিক্ষার্থীদের বনভোজনে চলছে দড়ি টানাটানি খেলা, ছবি: ফেইসবুক
তবে পহেলা বৈশাখসহ উৎসব-পার্বনে, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, বনভোজনে বা বিশেষ কোন দিনে এ খেলাটি ঘোষণা দিয়ে আয়োজন করা হয়। কখনও কখনও পাড়ায় পাড়ায় মাইকিং করে জানানো হয় এ খেলা অনুষ্ঠিত হওয়ার আগাম খবর। তখন দুই দল ও দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ খেলায় অংশ নেয় দুটি দল। মাঝখানে দেওয়া থাকে দাগ। দুই দলে সমান সংখ্যক প্রতিযোগী পরস্পরের বিপরীতে দড়ি টেনে সেই দাগ অতিক্রমের চেষ্টা করেন। এ টানাটানিতে মাটিতে লুটিয়ে পরে প্রতিপক্ষ পরাজিত দল।
আবার এ খেলায় কখনও এক পক্ষ যখন দেখে হেরে যাচ্ছে, তখন দড়িটা দেয় ছেড়ে। অমনি উল্টো দিকের লোকজন কুপোকাত।
একসময় অলিম্পিকেও এ খেলায় বিভিন্ন দেশ অংশ নিতো। ১৯০০ থেকে ১৯২০ পর্যন্ত অলিম্পিকে ছিল খেলাটি। ১৯০৮ সালে লন্ডন অলিম্পিকে এ খেলায় স্বর্ণ জয় করে যুক্তরাজ্য, দলের সব সদস্য ছিল পুলিশ।
সর্বাধিক পঠিত
- তোমার নামের অর্থ কী?
- পিঁপড়া ও ডায়নোসরের গল্প
- জালাল উদ্দিন রুমির ৩০টি অমিয় পংক্তি
- এ পি জে আবদুল কালামের ৩০টি অমিয় বাণী
- চারটি মজার গল্প
- পথশিশুদের নিয়ে অভিনব ‘পথের ইশকুল’
- অংক, সংখ্যা আর গণিতের খেলা
- উড়ুক্কু সাপ ও পিরামিড রহস্য: শেষ কিস্তি
- একটি ভূতের গল্প লেখার পরের ঘটনা
- বঙ্গবন্ধুর বাংলা জন্ম তারিখ কি আমরা জানি!