ছবির মতো আমার এ দেশ

জোবায়ের মিলনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 10:01 AM
Updated : 3 April 2018, 10:01 AM

মাঠের পরে মাঠ জুড়ে যে সবুজ বোনা আছে

আমার এ দেশ ছবির মতো দূরে কিবা কাছে,

কোথাও নদী কোথাও পাহাড় কোথাও ফসল ক্ষেত

পটে যেন বাঁধাই করা সাতটি রঙের সমেত।

পাখির ডাকে বাঁশির সুরে মায়ের হাসির মতো

শাপলা শালুক ফুলের বাহার হাজার শতো শতো,

বোনের স্নেহ ভাইয়ের আদর লাখো ইতিহাস

গাছের ছায়ার মতো যেন শান্ত নিবিড় নিবাস।

ছয়টি ঋতু ঘুরে-ফিরে ছয়টি রূপে আসে

সবার মাঝে আনন্দ স্রোত রূপার মতো ভাসে,

সুখে দুখে গলায় গলায় জড়িয়ে থাকে সবায়

জারি সারি ভাটিয়ালি মাটির গীত যে গায়।

রবীন্দ্রনাথ সুকান্ত আর নজরুলের এই ভাষায়

প্রাণের সুখে বসত করে কামার কুমার চাষায়,

জেলে তাঁতী  মুচি শুদ্র কেউ কারো না পর

সকল জাতে সকল পাতে এই মায়া আদর।

একই মায়ের অনেক পুত্র অনেক কন্যা যেমন

সবার যেন এক জননী- এ দেশটা ঠিক তেমন,

সোনায় মোড়া এমন দেশের চিত্র কোথাও নাই

মাটির গায়ে জলের গায়ে মায়ের গন্ধ পাই।

অলঙ্করণ: শিল্পী সমর মজুমদার