ইচ্ছেরা সব আকাশ ছুঁয়ে

রাব্বী আহমেদরাব্বী আহমেদ
Published : 26 Jan 2018, 10:20 AM
Updated : 26 Jan 2018, 10:59 AM

ইচ্ছে

আকাশ মেতেছে আজ নীলিমার খেলায়

মেঘেরা সব ভেসে বেড়ায় স্বপ্নের ভেলায়।

ইচ্ছেরা সব আকাশ ছুঁয়ে ডাকে ইশারায়

তেপান্তরের মাঠে তাই মন যে ছুটে যায়।

ইচ্ছে করে মিশে যাই সুদূর কল্পলোকে

রঙিন পৃথিবী যেখানে হাত বাড়িয়ে ডাকে।

ইচ্ছে আমার আকাশটাকে একটু ছুঁয়ে থাকি

মেঘের গায়ে আলতো পায়ে রঙিন ছবি আঁকি।

ইচ্ছে আমার পাখি হয়ে মেলে ধরি দুই ডানা

দূরের পথে হারিয়ে যেতে শুনবোনা আর মানা।

ইচ্ছে করে ঝরনা হয়ে পাহাড় থেকে ঝরি

বৃষ্টি হয়ে আকাশ থেকে চুয়ে চুয়ে পড়ি।

ইচ্ছে করে স্বপ্নটাকে মনের মাঝে আঁকি

কল্পনাতে সারা প্রহর এমনি ডুবে থাকি।

সাঁঝের বেলা

আবীর রাঙা মেঘের ভেলায় আকাশ ছেয়ে গেল

ক্লান্ত এ ধরায় যখন সন্ধ্যা নেমে এলো।

রক্তরঙিন শেষ গোধূলির আবছা আলোর মেলা

সাঁঝের মায়ায় আছড়ে পড়ে ফেলে সকল খেলা।

সব পাখিদের কোলাহলে ভাঙে নীরবতা

একটু পরেই রাত জোনাকি বলে হাজার কথা।

যাচ্ছে ফিরে নীড়ে পাখি ফেলে সকল কাজ

বিকেলের আলো মুছে নামবে এবার সাঁঝ।

সাঁঝের বেলায় এই পৃথিবী লাগে মায়াময়

রাতের কোলে আঁধার এসে নীরবে ঝিমোয়।

চাঁদের আলো সঙ্গী তখন মৃদু আলোর সাথে

সন্ধ্যা তখন মিলিয়ে যায় রাতের কালো হাতে।

বীরশ্রেষ্ঠ

সাতটি তারা জ্বলছে আকাশে দেখ চোখ মেলে

দিয়েছে যারা দেশের জন্য বুকের রক্ত ঢেলে।

হাজার বীরের শ্রেষ্ঠ ওরা আলোকিত সাত নাম

সব বাঙালির হৃদয় হতে শ্রদ্ধা ও সালাম।

ওরা অনন্ত মহিমায় ঘেরা জীবনের জয়গান

বাংলার বুকে অক্ষয় যেন অমর সাতটি প্রাণ।

ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে সাজিয়েছিল যারা

মরণের কাছে মানেনি হার হয়েছে বাঁধনহারা।

পৃথিবীর পথে যতদিন রবে বাংলা নামের দেশ

ওদের মহিমা চিরকাল রবে হবে নাতো নিঃশেষ।