সবজি বাগানে পিটার র্যাবিটের ঝগড়া
কিডস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2018 06:23 PM BdST Updated: 14 Jan 2018 06:29 PM BdST
-
-
ছবিটির পোস্টার
-
১৯০২ সালে প্রকাশিত ‘দ্যা টেইল অব পিটার র্যাবিট’ এর একটি অলঙ্করণ
যুক্তরাজ্যের বিখ্যাত শিশুসাহিত্যিক ও প্রকৃতিবিজ্ঞানী বিয়েট্রিক্স পটারের (১৮৬৬-১৯৪৩) লেখা গল্প ‘দ্যা টেইল অব পিটার র্যাবিট’। এ বই অবলম্বনে আসছে শিশুদের চলচ্চিত্র ‘রাস্কেল রেবেল র্যাবিট’।
ছবিটিতে দেখা যাবে পিটার র্যাবিট ও মি. ম্যাকগ্রেগর সবজি বাগানে সারাদিন ঝগড়া করে। গাজর খাওয়া নিয়ে তাদের ধাওয়া-ধাওয়ি করতে দেখা যাবে। তাদের প্রতিবেশি হলেন একজন পশুপ্রেমি মানুষ। তার ভালোবাসা পাওয়ার জন্য পিটার র্যাবিট ও ম্যাকগ্রেগরের প্রতিযোগিতা বেড়ে যায়।

ছবিটির পোস্টার

১৯০২ সালে প্রকাশিত ‘দ্যা টেইল অব পিটার র্যাবিট’ এর একটি অলঙ্করণ
আসছে ৯ ফেব্রুয়ারি ছবিটি বাজারে আসার কথা রয়েছে।
ট্যাগ :
সাম্প্রতিক খবর