শিশুদের আঁকা ছবির আন্তর্জাতিক জাদুঘর

সারা বিশ্বের শিশুদের আঁকা ছবি নিয়ে এমন জাদুঘরটি আছে নরওয়ের অসলোতে। এতে বিশ্বের ১৮০ দেশের শিশুদের আঁকা ছবির সংগ্রহ রয়েছে।

কিডস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2018, 02:07 PM
Updated : 10 Jan 2018, 02:07 PM

শিশুদের আঁকা নানা ছবি নিয়ে এটি পৃথিবীর প্রথম জাদুঘর। চলচ্চিত্র পরিচালক রাফায়েল গোল্ডিন ও তার স্ত্রী আলা গোল্ডিন এ জাদুঘরের পরিকল্পনা করে তা ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠানটি সারা পৃথিবী থেকে শিশুদের আঁকা ছবি সংগ্রহ করে ও সেগুলো তাদের জাদুঘরে সংগ্রহ করে। শিশু ও বড়দের নিয়ে তারা সারা বছরই ছবি আঁকার নানা প্রতিযোগিতা, গান শোনা, ভ্রমণসহ সাংস্কৃতিক আয়োজন করে থাকে।

জাদুঘরটি বেসরকারি প্রতিষ্ঠান ‘ফাউন্ডেশন অব চিলড্রেন্স হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার’ পরিচালনা করলেও তারা নরওয়ের সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদান পেয়ে থাকে।

জাদুঘরে শিশুদের আঁকা ছবি পাঠাতে যোগাযোগ করা যেতে পারে এর পরিচালক এঞ্জেলা গোল্ডিনের সঙ্গে। ফোন- ০০৪৭২২৬৯১৭৭৭, ইমেইল- mail@childrensart.com