শীত এসেছে হাওয়ায় চড়ে

মঈনুল হক চৌধুরীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2017, 04:56 AM
Updated : 30 Dec 2017, 05:02 AM

১.

শীত এসেছে হাওয়ায় চড়ে

মনটা লাগে ভালো

শিশির ভেজা দূর্বাঘাসে

সূর্যটা দেয় আলো।

ভোরে যখন শিশির ঝরে

শিশির ভেজা ঘাসে,

মনটা তখন ঝিলমিলিয়ে

সূর্য হয়ে হাসে।

খেজুর রসের পিঠে-পায়েশ

খেতে মজা কি যে

শীতল হাওয়া গায়ে মেখে

ঘুরে বেড়াই নিজে।

শীত এসেছে ছড়িয়ে হাওয়া

আলতো পায়ে পায়ে,

নামলোরে শীত সবার মাঝে

শহর-নগর-গায়ে।

২.            

ইলিক ঝিলিক রোদের খেলা

দেখতে লাগে কি যে!

এমন দিনে ইচ্ছে করে

মিষ্টি রোদে ভিজে।

যাই হারিয়ে দূরের বনে

প্রজাপতি হয়ে           

উজান জলে মাঝির গানে

নৌকা চলে বয়ে।

বুকের মাঝে সুখের দোলা

সূর্যকণার আলো

আছে যতো দুঃখ-বিষাদ

দূর করে দেয় কালো।

ঘাসের ডগায় শিশির কণা

মুক্তো রাশি রাশি

প্রজাপতির মতোই আমি

ঘুরতে ভালোবাসি।