কুমির চাষ

থাইল্যান্ডকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় কুমির খামারের দেশ। এসব খামার পর্যটকরা ঘুরে দেখতে পারেন। কোথাও দেখা যায় কুমিরগুলো পাল্লা দিয়ে মুরগির মাংস ছিঁড়ে খাচ্ছে, কোথাও দেখা যায় খোলা আকাশের নিচে রোদ পোহাচ্ছে, আবার দেখা যাবে তারা সবুজ শ্যাওলার পানিতে সাঁতার কাটছে। থাইল্যান্ড মৎস্য বিভাগের তথ্য অনুসারে, দেশটিতে এক হাজারেরও বেশি খামারে প্রায় দেড় মিলিয়ন কুমির রয়েছে। স্থানীয় কসাইখানা ও চামড়া কারখানাগুলো এসব খামার পরিচালনা করে। কুমিরের চামড়া থেকে তৈরি করা হয় উন্নতমানের চামড়াজাত পণ্য। এছাড়া পৃথিবীর অনেক দেশেই কুমিরের মাংস অনেক সুস্বাদু খাবার। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতেও কুমিরের চাষ করা হয়। বাংলাদেশে ময়মনসিংহের ভালুকায় রয়েছে কুমিরের খামার।

কিডস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 09:00 AM
Updated : 24 Jan 2020, 08:55 AM