বানরগুলো দুষ্টু ভারি

অতনু তিয়াসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 08:03 AM
Updated : 13 Dec 2017, 08:03 AM

হচ্ছেটা কী বনে!

হাতির মাথায় পিচ্চি মশা

গিটার বাজায় কানে।

সাপের মাথায় খুব খুশিতে

নৃত্য করে ব্যাঙ

পুঁচকে হরিণ তুলে রাখে

বাঘের ঘাড়ে ঠ্যাং।

ভালুক কেঁদে বিচার চাইলো

ইঁদুরছানার কাছে

বানরগুলো দুষ্টু ভারি

লেগেছে তার পাছে।

ছাগল এসে ফন্দি করে

মহিষ-গরুর পাশে

কালকে থেকে মাংস খাবো

মন ভরে না ঘাসে।

ঘোড়াগুলো খোঁড়া হয়ে

আস্তাবলেই আছে

ঝিমায় এবং যাবর কাটে

এমনি করে বাঁচে।

অজগরের চোখের জলে

যায় বয়ে যায় নদী

পিঁপড়েগুলোর কামড় থেকে

কেউ বাঁচাতো যদি।

বেড়াল বলে হালুম হালুম

আমিই বনের রাজা

কুকুরগুলো আন তো ধরে

এক্ষুনি দিই সাজা।

ট্যারা চোখে তাকিয়ে ভেড়া

বাঘের দু’কান মলে

চিতার পিঠে চড়ে বানর

দেশ ভ্রমণে চলে।

এসব দেখে প্রতিবাদে

উঠলো ফেটে উলুক

এই পশুরা পেয়েছো কী

এটা মগের মুলুক?