বেবী মওদুদের ছড়া: পিঁপড়ে

বেবী মওদুদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2017, 10:19 AM
Updated : 5 Nov 2017, 10:19 AM

পিঁপড়েরা দল বেধে সারি সারি চলে

চুপি চুপি নিজেরাই কত কথা বলে।

খাবারের খোঁজে ছোটে ঘরে বাইরেতে

শীতকালে ঘরে বসে পারে যেন খেতে।

ছোট ছোট পায়ে পায়ে দল বেধে হাঁটে

আলমারি সন্দেশ দুধ চিনি মাঠে-ঘাটে।

দিন রাত খোঁজে শুধু কোথায় খাবার

দল বেধে করে দেয় নিমিষে সাবাড়।

পিঁপড়েরা সুখী খুব, একতার জয়

যত মারো যত কাটো, করেনাকো ভয়।

বেবী মওদুদ

জন্ম ১৯৪৮- মৃত্যু ২০১৪। ‘পিঁপড়ে’ ছড়াটি রয়েছে তার ‘পুটুর জন্য ছড়া আর গান’ বইয়ে। বইটি প্রকাশ করেছে ‘আবিষ্কার’। শিশুদের জন্য লেখকের অন্যান্য বই: সুশি পুশি টুশি- মাওলা ব্রাদার্স, তুতুন হারিয়ে যাওয়া- সময় প্রকাশন, শান্তুর আনন্দ- বিজয় প্রকাশ, এক যে ছেলে আনু- বিজয় প্রকাশ, টুনটুনি টুনটুন- মাওলা ব্রাদার্স ইত্যাদি।