লজেন্স উধাও করার জাদু

পৃথিবীতে জাদু বলে কিছু নেই এ কথাটা তো আমরা সবাই জানি। জাদু বা জাদু বলতে আমরা যা দেখি তা শুধুই কৌশলের ফাঁকি বা এমন কোনো কৌশল যেটা শুধু কিছু মানুষ জানে অন্যরা জানে না।

মাকসুদা আজীজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 11:30 AM
Updated : 22 August 2017, 11:30 AM

আজকে আমরা এমন একটি কৌশল শিখব যেটা ঠিকভাবে আয়ত্ত করতে পারলে আমরাও দিব্যি মানুষকে তাক লাগিয়ে দিতে পারব।

আমরা যে জাদুটা করব তার নাম, লজেন্স উধাওয়ের জাদু। এখানে দুটো লজেন্স থাকবে দুটো থালা থাকবে। আমরা একটা প্লেটে লজেন্সগুলো রাখব, তারপর আরেকটা থালা দিয়ে ঢাকব, এরপর কিছুক্ষণ ওলট পালট করার পরে উপরের থালা তুললে দেখা যাবে প্লেটে আর লজেন্সগুলো নেই। সবগুলো লজেন্স হাওয়া। এখন এটা কীভাবে হবে তা জানতে আগে দেখে নেই আমাদের কী কী লাগছে।

যা যা লাগবে—

১। দুটো লজেন্স

২। দুটো একই রকমের দেখতে থালা

৩। দুইদিকেই আঠা আছে এমন স্কচ টেপ

যেভাবে করব—

১। দুইদিকেই আঠা আছে এমন স্কচ টেপ একটুখানি কেটে চকলেট দুইটার উপরে লাগাব। এরপর অপরদিকের স্টিকার পেপারটাও খুলে নিবো।

২। এবার একটি থালার উপরে লজেন্সগুলো এমনভাবে ফেলবো যেন স্কচ টেপ লাগানো অংশ নিচে থাকে।

৩। এবার থালাটা খুব করে উল্টেপাল্টে উপরের থালা আস্তে করে সরিয়ে নিতে হবে। দর্শক যতই দেখুক অনেকবার উলটানো হয়েছে আমাদের উল্টানোর সময় অবশ্যই হিসাব রাখতে হবে যে প্রাথমিক অবস্থায় নিচে থাকা থালাটা যেন তোলার সময় উপরে থাকে।

৪। উপরের থালা সরালের দেখা যাবে আসল কারসাজি। কোথায় গেল লজেন্স কোথায় গেল লজেন্স?

শুধু আমরাই জানি লজেন্স আটকে আছে উপরের থালায়!