
বন্ধু দিবসের উপহার
মাকসুদা আজীজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2017 05:06 PM BdST Updated: 06 Aug 2017 05:06 PM BdST
আমরা বন্ধু দিবসের জন্য ছোট্ট সুন্দর একটা কার্ড বানাবো যে কার্ডে বন্ধুত্ব থাকবে, হাত থাকবে, আর বন্ধুকে কিছু কথা লেখার জায়গাও থাকবে। সহজ এই কার্ডটি বানাতে আমাদের কী কী লাগবে তাই আগে জেনে নেওয়া যাক।
যা যা লাগবে—
১। শক্ত চার্ট পেপার বা আর্ট পেপার (২/৩ রঙের)
২। পাতলা অফসেট কাগজ (যে কোনো রঙের)
৩। পেন্সিল
৪। ইরেজার
৫। সাইনপেন
৬। গ্লু স্টিক
৭। কাঁচি
যেভাবে করব—
১। প্রথমে একটা চার্ট পেপারে আমাদের বাম হাতের আঙ্গুলগুলি ছড়িয়ে রেখে তার চার্ট পেপারে পেন্সিল দিয়ে হাতটাকে এঁকে নিবো ঠিক ছবির মতো।
২। একইভাবে একই রঙের বা অন্য আরেকটি রঙের চার্ট পেপারে ডান হাতের ছবিও এঁকে নিবো।
৩। এবার দুইটি হাতের ছাপই কেটে নিবে এবং সুন্দর ছেঁটেও নিবো।
৪। এখন লম্বা করে অফসেট কাগজের একটা চিরকুট মতো কেটে নিবো। এই চিরকুট আমাদের দুই হাতের ছাপের মাঝে লুকিয়ে রাখতে হবে তাই এটা সেরকমের সরু মাপের হলে ভালো হয়। আবার বেশী সরুও করা যাবে না তাহলে লেখা ছোট করে লিখতে হবে।
৫। এই অফসেট কাগজের চিরকুটের দুই পাশে আঠা মারার মতো জায়গা রেখে মাঝের অংশে যা কিছু লিখবো।
৬। এখন হাতের ছাপের তালুর দিকে গ্লু স্টিকে লাগিয়ে চিরকুটের এ মাথা ও মাথা আটকে দিব।
৭। এখন মাঝের অংশকে একটা বা দুইটা ভাঁজ দিয়ে হাতের তালুর ভিতরে রেখে একটা হাতের উপর আরেকটা হাত রেখে সেটা বন্ধুকে উপহার দিবো।
বন্ধু যখন দুইটি হাতের ছাপ আলাদা করবে তখন মাঝের চিরকুটে আমাদের লেখা শুভেচ্ছা বাণীটা ভাঁজ খুলে পরিষ্কার দেখা যাবে।