
স্ট্র দিয়ে ফটো ফ্রেম
>>মাকসুদা আজীজ
Published: 16 Jul 2017 05:03 PM BdST Updated: 16 Jul 2017 05:03 PM BdST
আমরা প্রায়ই ছবি আঁকি। আবার মধ্যে মধ্যে ছবি তুলে সেটার প্রিন্টও নেই। কিন্তু সুন্দর করে সংরক্ষণের অভাবে আমাদের ছবিগুলো হারিয়ে বা নষ্ট হয়ে যায়। কেমন হবে যদি আমরা সেই ছবিগুলো কোথাও টানানোর ব্যবস্থা করে ফেলতে পারি।
যা যা লাগবে—
১। একটি বা দুইটি স্ট্র
২। মোটা সুতা বা উল
৩। যে ছবিটা টানানো হবে সেই ছবিটা
যেভাবে করব—
১। দুটি স্ট্ররই একপাশে লম্বা করে চিরে নিতে হবে।
২। একটি স্ট্রর মধ্যে দিয়ে উলের সুতাটা ভরে এমনভাবে রাখতে হবে যে সেই সুতাটা বাইরে বের করে একটা গিট দিয়ে একটা হুকের সঙ্গে ঝুলানোর ব্যবস্থা করা যায়।
৩। এখন ছবির উপরের দিকে সুতা আছে যে স্ট্রটায় সেটার চেরা অংশ ঢুকিয়ে দিতে হবে।
৪। একইভাবে আরেকটি স্ট্রর চেরা অংশ ছবির নিচের দিকে সমান্তরালে লাগিয়ে দিতে হবে। তাহলে ছবিটি নিচের দিকে ঠিকঠাক থাকবে
৫। এইবার ছবিটকে দেওয়ালে কোনো হুকের সঙ্গে ঝুলিয়ে দিতে হবে।
অনেক সহজ তাই না?
ট্যাগ :