ম্যাজিক: ঝাঁকি দিলেই রঙিন

অনেকগুলো বোতল ভর্তি পানি। বোতলের মুখে ছিপি আঁটা। বাইরে থেকে কোনোভাবেই ভেতরে রঙ ঢোকা সম্ভব না। কিন্তু যখন বোতল ঝাঁকা দেওয়া হবে তখন এক একটা বোতলের পানি একেক রঙ হয়ে যাবে।

মাকসুদা আজীজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2017, 12:55 PM
Updated : 2 May 2017, 12:55 PM

কীভাবে হলো? আরে এইটাই তো জাদু যেটা এখন আমাদের শিখতে হবে।

যা যা লাগবে—

১। পানি ভর্তি ৪/৫টি বোতল

২। ৪/৫ রঙের জল রঙ

কীভাবে করব—

১। প্রথমেই বোতলগুলো ভর্তি পানি নিতে হবে।

২। প্রতিটি বোতলের ছিপির নিচে সামান্য রঙ লাগাতে হবে।

৩। এরপর? এরপর তো আসল মজা। বাইরে থেকে দেখা যাচ্ছে বোতলের পানিতে রঙ নেই। খুব ভালো করে দর্শকদের দেখিয়ে-টেখিয়ে বোতলে দিতে হবে ঝাঁকা। কয়েকবার ভালো করে করে ঝাঁকাঝাঁকি করলেই একের বোতলে একেক রঙের পানি হয়ে যাবে। আর সবাই ভাববে, ওমা! এটা কীভাবে হলো?