ম্যাজিক: টেকসই বেলুন

ম্যাজিকের পিছনে সব সময় একটা ‘কৌশল’ থাকে। অস্বাভাবিক কোনো বিষয় যখন স্বাভাবিকভাবে হয় তখন সেটা তো আর এমনি এমনি হতে পারে না তাই না?

মাকসুদা আজীজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 06:46 PM
Updated : 15 March 2017, 06:46 PM

আজকে আমরা এমন একটা ম্যাজিক শিখবো যেটার পিছনে একটা গোপন কৌশল তবে সেটা খুবই গোপন তাই সেটা একদম শেষে জানবো। সবার আগে জানি আমাদের কী কী লাগবে—

১। দুইটি বেলুন

২। পানি

৩। জ্বলন্ত মোমবাতি

দর্শক যা দেখবে—

একটা জ্বলন্ত মোমবাতি তার উপর প্রথমে একটি বেলুন ধরা হলো। প্রথম বেলুনটা মোমের ছয়া পাওয়া মাত্র ফুটে গেলো

এরপর আবার একই রকমের একটি বেলুন মোমবাতিটির উপরে ধরা হলো। সেটি তো ফুটলোই না একটু পরিবর্তনও হলো না। বেলুনটির উপরে মোমের কালো কালি পড়লো।

আসলে যা ঘটেছে—

আসলে যা ঘতেছে সে ঘটনাটা খুবই দারুন। প্রথম বেলুনটি একটি সাধারণ বাতাসে ফুলানো বেলুন ছিল তাতে যখন তাপ দেওয়া হয়েছে বেলুন প্রসারিত হওয়া শুরু করেছে, যখন সেটি সীমা অতিক্রম করে গিয়েছে তখন আর প্রসারিত হতে পারেনি ফেটে গিয়েছে।

দ্বিতীয় বেলুনটিতে বাতাসের বদলে পানি ভরা ছিল। এর উপরে যখন তাপ প্রয়োগ করা হয়য় তখন ভিতরে থাকা পানি সেই তাপ শোষন করে ফেলে তাই তাপ বেলুনকে আর প্রসারিত করতে পারেনি ফলে সেটা ফেটেও যায়নি।

ম্যজাইক দেখানোর পরে দর্শকদের বিজ্ঞানের কৌশলটাও খুলে বলতে পারো। এই সহজ বিষয়টা যখন সবাই বুঝতে পারবে তখন মজা আরও অনেক বেড়ে যাবে।