পিঁপড়ার আছে কত কথা

পিঁপড়া আমাদের আশেপাশে সবখানেই আছে। এক দুবার পিপড়ার কামড় খাইনি এমন ঘটনা আমাদের জীবনে ঘটেনি। পিঁপড়ার লম্বা সারির পিছু নেওয়া বা পিঁপড়ার বাড়ি খুঁজে বের করার মতো কাজ আমরা কম বেশি সবাই করেছি। চলো জানা যাক পিঁপড়াদের নিয়ে দারুণ তথ্য।

>>মাকসুদা আজীজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2016, 12:25 PM
Updated : 13 Nov 2016, 12:25 PM

১। আমরা কালো পিঁপড়া চিনি, লাল পিঁপড়া চিনি আবার বড় পিঁপড়াও চিনি। তবে সারা পৃথিবীতে মোট ১২ হাজার প্রজাতির পিঁপড়া রয়েছে।

২। একটা পিঁপড়া তার নিজ ওজনের ২০ গুণ বেশি ওজনের কোনো জিনিস তুলতে পারে। ধরো তুমি যদি ক্লাস টুতে পড়ো আর তোমার পিঁপড়ার মতো শক্তি থাকত তাহলে তুমি অনায়াসেই একটা গাড়ি তুলে ফেলতে পারতে।

৩। একটা পিঁপড়ার বাসায় তিন ধরণের পিঁপড়া থাকে। কর্মী পিঁপড়া, পুরুষ পিঁপড়া আর রাণী পিঁপড়া। একটা রাণী পিঁপড়া অনেক বছর পর্যন্ত বাঁচতে পারে। এই সময়ে তারা কয়েক লক্ষ বাচ্চা পিঁপড়ার জন্ম দেয়।

৪। পিঁপড়ারা যদি যুদ্ধ শুরু করে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায়।

৫। রাণী পিঁপড়াদের ডানা থাকে। যখন তারা নতুন বাড়ি বানায় তখন সেই ডানাকে ছায়া দেওয়ার কাজে ব্যাবহার করে।

৬। পিঁপড়ার কিন্তু কোনো ফুসফুস নেই। তাদের শরীরে শুধু একটা ছিদ্র আছে। সেই ছিদ্র দিয়ে সে অক্সিজেন শোষণ করে আবার একই ছিদ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড বের করে দেয়।

৭। পিঁপড়ার একটা বাসার রাণী যখন মারা যায় এরপর বাসার পিঁপড়ারা মাত্র কয়েকমাস বাঁচতে পারে। রাণী ছাড়া অন্য কোনো পিঁপড়া জন্ম নিতে পারে না।