রঙিন একটা মাছ

আঁকাআঁকি কাজটা বেশ মজার। একটু চেষ্টা করলেই আমরা সুন্দর সুন্দর জিনিস এঁকে ফেলতে পারি। যেমন আমরা আজকে মাছ আঁকা শিখব। ভাবছো মাছ আঁকা বেশ কঠিন। হ্যাঁ তা একটু কঠিন আছে। তবে আমরা একটা সহজ মাছ আঁকা শিখবো। একটা বৃত্ত আর ইংরেজির B লিখতে পারলেই এই মাছ এঁকে ফেলা যাবে।

মাকসুদা আজীজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2016, 05:44 PM
Updated : 31 Oct 2016, 04:12 AM

যা যা লাগবে—

১। পেনসিল

২। ইরেজার

৩। রঙ পেনসিল

৪। কাগজ

এই ছবি আঁকার জন্য আমরা ব্যাবহার করেছি Sketchbook X নামের অ্যাপটি।

যেভাবে করব—

১। প্রথমে কাগজে পেনসিল দিয়ে একটা বৃত্ত আঁকবো। বৃত্তটাকে যে একদম গোলাকার হতে হবে এমন কোনো কথা নেই। মোটামুটি গোল হলেই হবে।

২। হাতের বামদিকে যদি বৃত্তের সামনের দিক ধরি তবে হাতের বামদিককে বৃত্তের পিছনের দিক ধরব। এখন সামনের দিকে একটা আধা বৃত্তের মতো দাগ দিয়ে বৃত্তটাকে ভাগ করে নেই। এটা আমাদের মাছের মাথা

 

৩। এখন বৃত্তের পিছনের দিকে বৃত্ত ঘেঁষে একটা ইংরেজি B হরফের সামনের অংশের মতো দাগ দেই। এই দাগটা হল আমাদের মাছের লেজ।

৪। এখন বৃত্তের উপরের দিকে মাথার অংশ পার করে একটা উল্টা D আঁকি। এটা আমাদের মাছের পাখনা।

 

৫। এইবার আমরা মাছের মাথার পিছনে আরেকটি ছোট B আঁকবো, এটা হবে মাছের কানকোর নিচের পাখনা।

৬। এখন মাছের মাথায় বড় একটা বৃত্ত আর সেই বৃত্তের মাঝে ছোট একটা চতুর্ভুজ আঁকতে হবে ঠিক ছবির মতো করে।

 

তাহলে আমাদের মাছ আঁকা প্রায় শেষ। এখন আমরা মাছকে রঙ করব। আমার মাছটা খুব উজ্জ্বল রঙের তুমি চাইলে তোমার মাছকে যে কোনো রঙ দিতে পারো।