অ্যাপ রিভিউ: ম্যাথ ট্রিকস

আজ তোমাদের জন্যে থাকছে বেশ কাজের একটা অ্যাপের খোঁজ।তুমি এখন শিক্ষাজীবনের যে পর্যায়েই থাকো না কেন, এ জীবনের বড় একটা সময় জুড়ে থাকে গণিত। লেখাপড়ার বাইরেও আমাদের ব্যবহারিক জীবনের অসংখ্য ক্ষেত্রে প্রতিনিয়ত থাকে এর ব্যবহার। তাই মুখে মুখে গণিতের কঠিন সব হিসাব করার কিছু কৌশল জানা থাকলে মন্দ হয় না-কী বলো?

মিনহাজ-উস-সালেকীন ফাহমিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2015, 04:47 AM
Updated : 5 Oct 2016, 08:00 PM

ঠিক এই চাহিদাটিকেই মাথায় রেখে টপ ডেভেলপার তৈরি করেছে, ম্যাথ ট্রিকস নামের একটি অ্যাপ। কেউ যদি কিছু মজার কৌশল মাথায় রেখে স্বল্প সময়েই কঠিন সব হিসাব করে ফেলতে চায়, তার জন্য রয়েছে এই অ্যাপটি। আবার কেউ যদি তার গণিতের মৌলিক জ্ঞান ঝালিয়ে নিতে চায়, তার জন্যেও এই অ্যাপটি বেশ কাজে দিবে। 

একবার যদি শিখে নিতে পারো এই মজার কৌশলগুলো, তাহলে বন্ধুদের কাছে বেশ সমাদর তো পাবেই, দেখবে নিজের কাছেও অনেক ভালো লাগছে! স্কুল, কলেজ, কিংবা কাজের স্থানে সব জায়গায়ই তো করতে হয় হিসাব নিকেশ। সেখানে যদি এগুলো জানা থাকে, তাহলে সময়ও বাঁচবে, আর কাজও হবে অনেক সহজে। চলো জেনে নিই কী কী মজার কৌশল জানতে পারবে এই অ্যাপটি থেকে--

১। যোগ

২। বিয়োগ

৩। নামতা

৪। ভাগ

৫। দুই ঘরের সংখ্যাকে ১১ দিয়ে গুণ

৬। ৫ দিয়ে শেষ হওয়া বর্গ সংখ্যা

৭। ৫ দিয়ে গুণ

৮। ৯ দিয়ে গুণ

৯। ৪ দিয়ে গুণ

১০। ৫ দিয়ে ভাগ

১১। ১০০০ থেকে বিয়োগ

১২। কঠিন গুণ

১৩। ২-এর সূচক

১৪। শতকের কাছের সংখ্যা যোগ করা

১৫।  শতকের কাছের সংখ্যা বিয়োগ করা

১৬। ১১ থেকে ১৯ এর মধ্যে সংখ্যা গুণ করা

১৭। ১১ থেকে ৯৯ এর মধ্যে সংখ্যা বর্গ করা

১৮। দুই অংকের সংখ্যা গুণ করা

১৯। ৫০ থেকে ৫৯ এর মধ্যে বর্গ সংখ্যা 

২০। ৪০ থেকে ৪৯ এর মধ্যে বর্গ সংখ্যা 

২১। ১ দিয়ে শেষ হওয়া দুই অংকের সংখ্যার গুণ

২২। শতকরা

২৩। ১০০ থেকে ১০৯ এর মধ্যে বর্গ সংখ্যা 

ট্রেনিং মোডে প্রতিটি কৌশলের জন্য রয়েছে ১৫ টি লেভেল, যাতে রয়েছে ১৫ সেকেন্ড করে সময়। এখানে তুমি ঝালিয়ে নিতে পারো শেখা কৌশলগুলো।

তোমাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা এই লিংক থেকে নামিয়ে নিতে পারো গেমটি:

গুগল প্লে স্টোরে এই গেমের রেটিং ৪.৪। বুঝতেই পারছো অ্যাপটি কী পরিমাণে জনপ্রিয় আর কাজের। তাই আর দেরি না করে আজই মজার গাণিতিক কৌশল শিখে বাড়িয়ে নাও নিজের দক্ষতা।