মহাকাশ বিজয়ের সিনেমা
>>আলাল আহমেদ
Published: 12 Apr 2015 11:39 AM BdST Updated: 06 Oct 2016 02:02 AM BdST
ছবি: স্টার ডগস বেলকা অ্যান্ড স্ট্রেলকা
পরিচালক: ইনা এভলানিকোভা এবং ভাতস্লাভ উশাকভ
ধরন: অ্যানিমেশন, অ্যাডভেঞ্চার, কমেডি
ভাষা: রাশান
দৈর্ঘ্য: ৮৫ মিনিট
প্রকাশ: ২০১০
প্রযোজনা: সের্গেই যারনভ
কাহিনি সংক্ষেপ:
সে বেশ কিছুদিন আগেকার কথা। মস্কোর রাস্তার কুকুরদের ধরে ধরে কালো একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। স্ট্রেলকা নামের এক কুকুর মাত্র সেখান থেকে পালিয়ে এসেছে। সঙ্গে আছে ভেনা নামের এক ইঁদুরও, যার কাজই হল টেলিফোন বুথ থেকে কয়েন চুরি করা। কী দুষ্টু এই ভেনা, তাই না?
এক রাতের কথা; যথারীতি স্ট্রেলকা আর ভেনা মিলে হাড় আর কয়েন চুরি করছিল। এদিকে বেলকা কাজ করে একটি সার্কাসের দলে। সার্কাসের দলটিতে রীতিমতো তারকা সে। ঘটনাচক্রে, পেটমোটা শুকরটার বদলে তাকেই সেদিন রকেটের খেলাটা দেখাতে হল। খেলাটা অবশ্য তেমন কঠিন কিছু নয়; দুর্ঘটনাও তেমন ঘটেনি কখনও। কিন্তু, বিধি বাম! বেলকার বেলাতেই ঘটে গেল দুর্ঘটনা। উড়তে উড়তে খেলনা রকেটটা ছিটকে গেল, বেলকাকে নিয়ে রকেটটা রীতিমতো উড়েই গেল; সার্কাসের তাবু ছিঁড়ে একেবারে বাইরে গিয়ে পড়ল। আর পড়বি তো পড় একেবারে সেই টেলিফোন বুথের উপর।

আগেই বলেছি, স্ট্রেলকা আর ভেনা আগে একবার ধরা পড়েছিল কুকুরধরাদের হাতে। সে যাত্রা অবশ্য তারা বেঁচে গিয়েছিল। কিন্তু আবারও তারা ধরা পড়ে গেল; এবার তিনজন মিলেই। আসলে কুকুরধরা লোকগুলো তেমন খারাপ নয়; ওরা আসলে সব কুকুরকে ধরে নিয়ে যাচ্ছে পরীক্ষা করে দেখার জন্য, কুকুরগুলো মহাকাশ ভ্রমণের জন্য যোগ্য কিনা।
নানারকম কঠিন কঠিন পরীক্ষা শেষে দেখা গেল, অন্যান্য সব শক্তসমর্থ বুলডগদের পেছনে ফেলে, পাস করল বেলকা, স্ট্রেলকা আর ভেনা। অবশ্য তাতে ভাগ্যের ছোঁয়াও কিছু ছিল। সে যাক, নির্দিষ্ট দিনে সব রকম প্রস্তুতি শেষে তিনজনকেই একটা ইয়া বড় রকেটে করে পাঠিয়ে দেওয়া হল। তারা তিনজন- বেলকা, স্ট্রেলকা আর ভেনা চলে গেল মহাকাশে! ওদের তখন কী ভীষণ মজা হচ্ছিল, ভাবো তো!
সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। ওদের পৃথিবীতে অক্ষত অবস্থাতেই ফিরে আসার কথা। কিন্তু হঠাৎ করেই গোল বাঁধল- উল্কাপিণ্ডের আঘাতে ওদের রকেটের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। ভীষণ বিপদ! রকেট ঠিক হবে কী করে? আর রকেট ঠিক না হলে তো ওরাও পৃথিবীতে ফিরে আসতে পারবে না।

রাশিয়ার মহাকাশচারী ইউরি গ্যাগারিন ১৯৬১ সালের ১২ এপ্রিল প্রথমবারের মতো মহাকাশ জয় করেন। আর তার মহাকাশ বিজয়কে স্মরণ করে আজ তাহলে এই সিনেমাটি দেখা যাক!