
অবৈধ ‘সিটিং সার্ভিসে’ জিম্মি ঢাকাবাসী
গণপরিবহনে ‘সিটিং সার্ভিস’ বলে কিছুর আইনি বৈধতা না থাকলেও পরিবহন সঙ্কটের ঢাকা শহরে বেশিরভাগ বাস ‘সিটিং সার্ভিস’ হয়ে গেছে।
গণপরিবহনে ‘সিটিং সার্ভিস’ বলে কিছুর আইনি বৈধতা না থাকলেও পরিবহন সঙ্কটের ঢাকা শহরে বেশিরভাগ বাস ‘সিটিং সার্ভিস’ হয়ে গেছে।
গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দিনের বেলা চুলা জ্বলছে না রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতে; সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও চলছে তীব্র সঙ্কট।
রাজধানীর খিলক্ষেত এলাকার প্রধান সড়কটি গত এক মাস ধরে পানিতে তলিয়ে থাকায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
ঘরে পানি যায় না, তাই জামা-কাপড় ও হাড়ি-পাতিল নিয়ে পাম্পে ভিড় করেন ঢাকার মিরপুর ১১ নম্বরের সি ব্লকের বাসিন্দারা।
ফুটপাত পথচারীদের ফিরিয়ে দিতে ঢাকার গুলশান, বারিধারা এলাকায় যখন সিটি করপোরেশনের অভিযান চলছে, তখনই ওয়েস্টিন হোটেল কর্তৃপক্ষ গাড়ি ওঠানামার সুবিধার জন্য ফুটপাত দখল করে বানিয়েছে র্যাম্প।
ক্ষমতাসীন দলের অনুসারী এক সংগঠনের কয়েকজন স্থানীয় নেতার ছত্রছায়ায় উত্তরায় রাস্তার দুইপাশের ‘নো পার্কিং’ জোনে অবৈধভাবে গাড়ি রেখে অনুমোদনহীনভাবে চলছে রেন্ট এ কারের রমরমা ব্যবসা।
অফিসযাত্রীদের ভিড় ঠেলেও আগে মিরপুর-১১ থেকে সাড়ে সাত কিলোমিটার পথ পেরিয়ে ঘণ্টাখানেকের মধ্যে কলেজে পৌঁছাতে পারতেন হলিক্রসের ছাত্রী সাদিয়া আফরোজ; এখন সময় লাগে কয়েক গুণ বেশি।