চাঁদপুরের রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ফের চালু

এক যুগ পর চাঁদপুর রেডক্রিসেন্ট হাসপাতাল ও মাতৃসদন কেন্দ্র ফের চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2012, 00:04 AM
Updated : 1 Dec 2021, 03:14 PM

চাঁদপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক যুগ পর চাঁদপুর রেডক্রিসেন্ট হাসপাতাল ও মাতৃসদন কেন্দ্র ফের চালু হয়েছে।

অর্থ সংকটের কারণে চাঁদপুরের চরাঞ্চলের দরিদ্র নারীদের সেবায় প্রতিষ্ঠিত হাসপাতালটি ২০০০ সালে বন্ধ হয়ে যায়। ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি কার্যক্রম শনিবার নতুন করে উদ্বোধন করা হয়েছে।

চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম জানান, ৯৫ সালে ডেনমার্ক রেডক্রস ও বাংলাদেশ রেডক্রস সোসাইটির চুক্তির মেয়াদ শেষ হলেও চাঁদপুর রেডক্রস ইউনিট হাসপাতালটি ২০০০ সাল পর্যন্ত চালু রাখে।

চাঁদপুর পুরানবাজারের ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে ২৮.৮৭ জায়গার উপর ৮৩ সালে হাসপাতালটি যাত্রা শুরু করে।

একযুগ বন্ধ থাকার পর চাঁদপুর রেডক্রস ইউনিট ২০১১ সালের ৭ ডিসেম্বর গিয়াস উদ্দিন-মঞ্জুরা ফাউন্ডেশনের কাছে হাসপাতালটির দায়িত্ব অর্পন করে।

‘গিয়াস উদ্দিন আহমেদ রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট’ নামে নতুন আঙ্গিকে চালু হলো এটি।

স্থানীয় বাসিন্দারা জানান, হাসপাতালটি চালু হওয়ায় স্বল্প সময়ের মধ্যে নারীরা চিকিৎসা নিতে পারবে।

হাসপাতালের ব্যবস্থাপক ডা. মো. আয়তাল হক বলেন, “নতুনভাবে হাসপাতালকে সাজানো হয়েছে। এখানে মা ও শিশু ছাড়াও অন্য রোগীদেরও চিকিৎসা সেবা দেয়া হবে।”

চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ বলেন, “হাসপাতালটি চালু হওয়ায় শুধু পুরাণবাজারবাসীই নয়, চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণও হবে।”

হাসপাতালে যাওয়ার রাস্তাটির সংস্কার ও হাসপাতাল সংলগ্ন নদীর পাড়ে একটি পাকা ঘাট তৈরি করে দেয়ারও আশ্বাস দেন মেয়র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৫৩ ঘ.