গণহত্যা দিবস
বলা হয়ে থাকে, এই এক রাতে প্রায় অর্ধলাখ বাঙালিকে হত্যা করেছিল তারা।
Published : 25 Mar 2025, 11:09 AM
পঞ্জিকার পাতায় মার্চের ২৫ তারিখ, সাল ১৯৭১। সেদিন রাতের আঁধার সাক্ষী হয়েছিল নারকীয় এক হত্যাযজ্ঞের। নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালিদের ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী।
এই হত্যাযজ্ঞের পরিকল্পনা করা হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’ নামে। সিদ্ধান্ত হয়, সামরিক এই অভিযানের নেতৃত্ব দেবেন রাও ফরমান আলী ও খাদিম রাজা।
বলা হয়ে থাকে, এই এক রাতে প্রায় অর্ধলাখ বাঙালিকে হত্যা করেছিল তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদন থেকে জানা যায়, পরিকল্পনা অনুযায়ী রাত ১০টার দিকে ঢাকা সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি বড় কনভয় যুদ্ধ সাজে শহরের দিকে রওনা হয়।
তারা প্রথম বাধার মুখে পড়ে ফার্মগেট এলাকায়। সাধারণ মানুষ সড়কে গাছের গুঁড়ি, ভাঙা গাড়ি ও স্টিম রোলার ফেলে রাস্তা বন্ধ করে দেয়।
কিন্তু পাকিস্তানি বাহিনী সেদিন হয়ে উঠল মৃত্যুদূত। তারা হামলা করে পিলখানা ইপিআর, রাজারবাগ পুলিশ লাইন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাঁখারী বাজারসহ ঢাকার বিভিন্ন এলাকায়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, শিক্ষকদের আবাসিক এলাকা, এবং বস্তিবাসীর ওপর নজিরবিহীন নৃশংসতা চালানো হয়।
অভিযান পরিচালনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে রাতের অন্ধকারে গুলি, বোমা আর ট্যাংকের আওয়াজে নরকে পরিণত হয় গোটা শহর।
সেই রাতের বীভৎসতার ওপর দাঁড়িয়ে শুরু হয় মুক্তির জন্য যুদ্ধ। নয় মাসের এই স্বাধীনতা যুদ্ধে জাতির অসামান্য ত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
একাত্তরে ভয়াবহ সেই নৃশংসতায় শহীদদের স্মরণে ২০১৭ সাল থেকে কালরাতকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করছে বাংলাদেশ।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।