আইন লঙ্ঘনের দায়ে দুই দোকানিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
Published : 05 Nov 2024, 09:54 PM
নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে কুড়িগ্রাম শহরের আদর্শ পৌরবাজারে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
মঙ্গলবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
এ সময় নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার আইন লঙ্ঘনের দায়ে দুই দোকানিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ।
অভিযান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন, শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার না করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের আহ্বান জানানো হয়।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: কুড়িগ্রাম।