দায়িত্ব গ্রহণের পর তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
Published : 03 Nov 2024, 09:54 PM
সিরাজগঞ্জে সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতীকী দায়িত্ব পালন করেছে জান্নাতুল শিফা (আদ্রিতা) নামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী।
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের (এনসিটিএফ) ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় এক ঘণ্টার জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
এনসিটিএফের জেলা সভাপতি শিফা শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইউসুফ আলীর কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হয় সে।
এক ঘণ্টার প্রতীকী দায়িত্বে থাকাকালীন কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব, শিশুমৃত্যু হার কমানো এবং টিকাদান কর্মসূচি নিশ্চিত করার জন্য বেশ কিছু সুপারিশ তুলে ধরে শিফা।
এছাড়াও প্রসূতি মায়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য দপ্তরের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায় সে।
আয়োজকেরা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে কন্যাশিশুরা নেতৃত্ব গ্রহণের সুযোগ পায়, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হয়।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিরাজগঞ্জ।