সংবাদমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান রানা ফ্লাওয়ার্স।
Published : 23 Mar 2025, 09:59 PM
দেশে শিশুদের, বিশেষ করে কন্যাশিশুদের ওপর যৌন সহিংসতার খবর বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। তিনি ‘গভীরভাবে আতঙ্কিত’ বলে জানান।
রোববার এক বিবৃতিতে মাগুরার শিশুটির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশে শিশুরা, বিশেষ করে কন্যাশিশুরা, কীভাবে তাদের মৌলিক অধিকারসমূহ ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘনের শিকার হচ্ছে, সেটা ওই শিশুর মৃত্যু আমাদের ভয়ঙ্করভাবে স্মরণ করিয়ে দিয়েছে। দুঃখজনকভাবে, এই ছোট শিশুটির মৃত্যুর বিষয়টি শিশুদের ওপর যেসব ভয়াবহ ঘটনা ঘটছে, সেগুলোর নিছক একটি ঘটনা মাত্র।”
বিবৃতিতে এ বছরের শুরু থেকে ১৬ মার্চ পর্যন্ত সময়ে শিশুদের উপর ঘটা পাশবিক নির্যাতনের তথ্য তুলে ধরে বলা হয়, ‘সংবাদমাধ্যম ও স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো প্রায় ৫০টি ঘটনা রেকর্ড করেছে। আর এই প্রবণতা যেন দিন দিন আরও ভয়ংকর রূপ নিচ্ছে। শুধু ১০ মার্চ, এই এক দিনে ৭ জন শিশু নিহত হয়েছে এবং ৬ জন শিশুর সঙ্গে সহিংসতার ঘটনা নিশ্চিত হওয়া গেছে।’
রানা ফ্লাওয়ার্স বলেন, “এসব পরিসংখ্যান নিছক কোনো সংখ্যা নয়। এরা বিপন্ন জীবনের কথা বলে, নির্যাতনের শিকার হয়ে বেঁচে যাওয়া শিশুরা যে বিরাট মানসিক অভিঘাতের শিকার হয় তার কথা বলে। আমাদের সামনে তুলে ধরে ভুক্তভোগী পরিবার ও সম্প্রদায়ের বয়ে বেড়ানো অকল্পনীয় কষ্টের অভিজ্ঞতা।”
বিবৃতিতে ইউনিসেফের একটি হিসাব তুলে ধরে বলা হয়, ‘বিশ্বে বর্তমানে বেঁচে আছেন এমন প্রতি আট নারী ও শিশুর মধ্যে এক জন বয়স ১৮ বছর হওয়ার আগেই পাশবিক নির্যাতন বা যৌন সহিংসতার শিকার হয়েছে। আর বাংলাদেশে সমীক্ষায় দেখা গেছে, এসব অপরাধী প্রায়ই ভুক্তভোগীদের পরিচিত হয়ে থাকেন।’
সরকার অপরাধীদের বিচারের আওতায় আনার যে নির্দেশ দিয়েছে, সেটাকে স্বাগত জানিয়েছেন রানা ফ্লাওয়ার্স।
আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে একটি বিশেষায়িত শিশু সুরক্ষা ইউনিট প্রতিষ্ঠা করা অপরিহার্য বলে উল্লেখ করার পাশাপাশি তিনি বলেন, ‘৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করার ক্ষেত্রে সরকারের যে লক্ষ্য, সেটা অর্জনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে।’
বিবৃতি তিনি আরও বলেন, ‘এমন একটি সমাজ নির্মাণ করতে হবে, যেখানে প্রতিটি শিশু ভয় ও সহিংসতা থেকে মুক্ত হয়ে বেড়ে উঠতে পারবে, তার জন্য অন্তর্বর্তী সরকার ও সব অংশীদারকে শিশু সুরক্ষাব্যবস্থাগুলোতে বিনিয়োগ এবং সেগুলো জোরদারে অবিলম্বে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
সংবাদমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান রানা ফ্লাওয়ার্স।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খবরকে চটকদার করে অহেতুক উত্তেজনা তৈরি আমাদের বাদ দেওয়া উচিত। এছাড়াও ভুক্তভোগী, তাদের পরিবার ও কমিউনিটির আরও ক্ষতি হতে পারে এমন কাজ এড়িয়ে চলার নীতি অবলম্বন করতে হবে।’
সবশেষে ইউনিসেফ প্রতিনিধি বলেন, “সব শিশুর জন্য আরও নিরাপদ একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে আমরা প্রস্তুত রয়েছি।“
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।