এই আয়োজনে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি হাসান আলী।
Published : 23 Mar 2025, 06:45 PM
চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‘যুক্তির শাণিত ধারায় চৈতন্যের জাগরণ’ স্লোগানে শনিবার এই সভার আয়োজন করা হয়।
এদিন সকালে জেলা শহরের কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ডিবেটিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ক্লাবকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের মতামত ও পরামর্শ শোনেন অতিথিরা।
এই আয়োজনে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি হাসান আলী।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুস সামাদ।
এছাড়াও অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আইনজীবী নূরে আলম সিদ্দিকী ও গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরাও এই আয়োজনে অংশে নেয়।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: চাঁপাইনবাবগঞ্জ।