মতবিনিময় সভা ও কুইজের বিষয় ছিল ‘আগামীর বাংলাদেশ’।
Published : 09 Oct 2024, 04:52 PM
গাইবান্ধায় শিশুদের সঙ্গে মতবিনিময় সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এই আয়োজন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ)।
'প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার'- এই প্রতিপাদ্যে জেলা শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করা হয়।
মতবিনিময় সভা ও কুইজের বিষয় ছিল ‘আগামীর বাংলাদেশ’। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বিশ্ব শিশু দিবস পালন করে থাকে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: গাইবান্ধা।