সিলেটে বন্যা পরিস্থিতির কারণে পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হলেও নিষেধাজ্ঞা অমান্য করে জাফলংয়ে পর্যটকদের ভিড় দেখা গেছে।
Published : 23 Jun 2024, 12:39 AM
সিলেটে বন্যা পরিস্থিতির কারণে পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হলেও নিষেধাজ্ঞা অমান্য করে জাফলংয়ে পর্যটকদের ভিড় দেখা গেছে।
শনিবার জেলার গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ের মায়াবী ঝরনায় এমন চিত্র দেখা যায়।
গেল মঙ্গলবার জেলা প্রশাসন পরবর্তী নির্দেশনা না দেওয়া না পর্যন্ত পর্যটনকেন্দ্রগুলো বন্ধ রাখার ঘোষণা দেয়।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর টোয়েন্টিফোর ডটকমককে জানান, জনস্বার্থে, জানমাল রক্ষার্থে ও জননিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জাফলংসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সিলেট।